আমি চাষার ছেলে, আমার গা দিয়ে কয় মাটির গন্ধ.... আমার আবুল হাসে! লুৎফর রহমান রিটন দেশের মানুষ কাঁদছে যখন আবুল তখন হাসে মর্যাদাহীন লো...কটা শুধু টাকাই ভালোবাসে! ...সড়কজুড়ে মড়ক তবু আবুল কি তা মানে? মন্ত্রীত্ব টিকিয়ে রাখার মন্ত্র সে ঠিক জানে! হাসিনাকে ডুবিয়ে দিতে আবুল একাই একশ হাপিস করতে পটু আবুল জনগণের ট্যাকশ... দেশের মানুষ ভোগান্তিতে ফুঁসছে মানুষ রাত দিন দোহাই লাগে শেখ হাসিনা আবুলটাকে বাদ দিন! শেখ হাসিনার পাশে-- ফাইল বগলে স্যুটেড-বুটেড ব্যর্থ আবুল হাসে! .................................................... আবুল কেন হাসে? ::: শামীম আহমেদ। আবুল কেন হাসে? কদর্মার ঐ নোংড়া ডোবা, খন্দ খানায় রাস্তা শোভা হপ্তাহান্তে মরার অংক, হৃদয় ছেড়া স্বজন শোকে লাশের গন্ধ ভালোবাসে। সত্যিই আবুল মিয়া হাসে । তেলাপোকার মতো দেখতে কথিত এই ভেজালতন্ত্রে মানুষ মরে, মানুষ মরবেই পারার নিচে পড়ে গলবেই এতো দায় এতো দ্বায়িত্ব রোজার মাসে প্যাচাল নৃত্য, কজন ভালোবাসে ? আবুল তবুতো হাসে... না হেসে কাল, তোমার চোখে আঙ্গুল ডেবে চোখ উঠিয়ে গলফ খেললে কি হতো আজ? চোখ হারিয়ে হাত বাড়িয়ে কাকে পেতে জনগনরাজ...।। চুপ বনে যাও, পথ ভুলে যাও ভাব নিজের, থাকো ডুবে আপন কাজে... শুনো আবুল কেন হাসে? জুতোতে তার ডালের দানা পায়ের নিচে করছে হানা কাতকুতুর মহারোহে হাসতে কি ভাই মানা? আবুল কেন হাসে? সে জানে ভাই বর্ষা গেলে তোমরা সবাই যাবে ভুলে লাশের অংক, জলাতন্ক সবই রবে তোক্তপাশে তাইতো আবুল হাসে। আবুলরা হাসবে.... কিছুদিন কাশবে তারপর ভুমধ্যসাগরের সবুজপানিতে নেঙটা হয়ে ভাসবে। ::: শামীম আহমেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।