মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে। আপাতত গেমটির অ্যান্ড্রয়েড ভার্সন রিলিজ হয়েছে | গেমটি গুগল প্লে থেকে download হয়েছে ২০,০০০-৫০,০০০ বার | অনেক বাংলাদেশী উত্সাহ যুগিয়েছেন গেমটির নির্মান এবং প্রচারনায় | গেমটির বিস্তারিত পাবেন এখানে | গেমটির প্রথম কিছু লেভেল মুক্ত রাখা হয়েছে | গুগল প্লেতে আপনাদের মতামত জানিয়ে উত্সাহ প্রদানের অনুরোধ রইলো | গেমটির পটভূমি ১৬শ শতাব্দীর দিকে চট্টগ্রাম এবং তার আশেপাশের জল সীমার পুরোটাই ছিল আরাকান জলদস্যুদের ( মঘ) দখলে | ওরা বাঙালিদের ধরে ডাচ ইস্ট ইন্ডিয়ার দ্বারা পরিচালিত বাজারে দাস হিসেবে বিক্রি করে দিতো | নবাব আওরঙ্গজেব ১৬৬৪ সালে শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিয়োগ দেন এবং পরবর্তিতে শায়েস্তা খান ৭০,০০০ সৈন্য এর বিশাল বাহিনী নিয়ে চট্টগ্রামে আক্রমনের পরিকল্পনা করেন | প্রথমে সন্দ্বীপ দখল করা হয় এবং সন্দ্বীপ নৌবাহিনীর ঘাটি হিসেবে বিবেচনা করা হয় | Pirates of Bengal গেমটি এই ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এবং গেমে প্লেয়ারের ভুমিকা একজন ক্যাপ্টেনের যে জলদস্যুদের জাহাজে আক্রমন করবে এবং কামান দিয়ে তাদের জাহাজ ধবংস করবে.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।