আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশে নির্মিত 3D অ্যাকশন গেম pirates of the caribbean 3d গেমটির আপডেট

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   আপাতত গেমটির অ্যান্ড্রয়েড ভার্সন রিলিজ হয়েছে | গেমটি গুগল প্লে থেকে download হয়েছে ২০,০০০-৫০,০০০ বার | অনেক বাংলাদেশী উত্সাহ যুগিয়েছেন গেমটির নির্মান এবং প্রচারনায় | গেমটির বিস্তারিত পাবেন এখানে | গেমটির প্রথম কিছু লেভেল মুক্ত রাখা হয়েছে | গুগল প্লেতে আপনাদের মতামত জানিয়ে উত্সাহ প্রদানের অনুরোধ রইলো | গেমটির পটভূমি ১৬শ শতাব্দীর দিকে চট্টগ্রাম এবং তার আশেপাশের জল সীমার পুরোটাই ছিল আরাকান জলদস্যুদের ( মঘ) দখলে | ওরা বাঙালিদের ধরে ডাচ ইস্ট ইন্ডিয়ার দ্বারা পরিচালিত বাজারে দাস হিসেবে বিক্রি করে দিতো | নবাব আওরঙ্গজেব ১৬৬৪ সালে শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিয়োগ দেন এবং পরবর্তিতে শায়েস্তা খান ৭০,০০০ সৈন্য এর বিশাল বাহিনী নিয়ে চট্টগ্রামে আক্রমনের পরিকল্পনা করেন | প্রথমে সন্দ্বীপ দখল করা হয় এবং সন্দ্বীপ নৌবাহিনীর ঘাটি হিসেবে বিবেচনা করা হয় | Pirates of Bengal গেমটি এই ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এবং গেমে প্লেয়ারের ভুমিকা একজন ক্যাপ্টেনের যে জলদস্যুদের জাহাজে আক্রমন করবে এবং কামান দিয়ে তাদের জাহাজ ধবংস করবে.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.