আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধের বিচার ইতিহাসের কোন নতুন অধ্যায় নয় বরং দেশে দেশে এর শত সহস্র নজীর বিদ্যমান

িকসু িলখার নাই

মার্শাল ফিলিপ পিটেইন (১৮৫৬-১৯৫১): তিনি ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের জাতীয় বীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রেঞ্চ রাজাকারের ভূমিকা পালন করে গণধিকৃত হওয়ার পূর্বে এই জেনারেল ফিলিপ ফ্রেঞ্চ জনগণের কাছে মার্শাল অফ ফ্রান্স, “চিফ ডে লে’টাট ফ্রান্সিস” অর্থাৎ “চিফ অফ দ্য স্টেট অফ ভিচি ফ্রান্স” নামে সমাদৃত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমার্ধে ফিলিপ পিটেইন ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতাসীন এর পদাধিকার অর্জন করে। অতঃপর ফ্রান্সের জনগণকে হতবাক করে দিয়ে সে ফ্রান্সের স্বাধীনতাকে হিটলারের পায়ের নিচে ভূলুন্ঠিত করে, নিজেকে ফ্রান্স-এর মির্জাফর রূপে প্রতীয়মান করে। ফলশ্রুতিতে প্রথম বারের ১৯৪০ থেকে ১৯৪৪ পর্যন্ত ফ্রান্স পরাধীনতার শৃঙ্খল পরিধান করে।

১৯৪০ সালের ২২শে জুন সে ফুয়েরার হিটলারের সাথে একটি “আর্মিস্টাইস”-এ চুক্তি স্বাক্ষর করে, যার ফলশ্রুতিতে তিন পঞ্চমাংশ ফ্রান্স প্রথম দফাতেই হানাদার নাজি জার্মানির করায়ত্ত হয়ে যায়। এবং পরবর্তী কালে ঐ ফ্রেঞ্চ রাজাকারেরই প্রত্যক্ষ সহযোগিতায় হিটলার পুরো মেট্রোপলিটন ফ্রান্সকে ১৯৪৪ সাল পর্যন্ত শাসন, শোষণ এবং দমন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই স্বাধীনতা প্রাপ্তির কিছুদিন পরে ১৫ আগস্ট ১৯৪৫ সালে উক্ত ফিলিপ পিটেইন বিচারের সম্মুখীন হয়। বিচারে স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহিতার দায়ে লাঞ্ছনার সাথে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদ-ের রায় ঘোষিত হলেও পরবর্তিতে তৎকালীন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট শার্ল দ্য গলের হস্তক্ষেপে ফিলিপ পিটেইনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। প্রিয় পাঠক! খোদ ফ্রান্সে যদি ফ্রান্সের প্রেসিডেন্টের যুদ্ধাপরাধের বিচার হতে পারে তাহলে আমাদের দেশে ৭১এ খুন, নারী নির্যাতনের লক্ষ-কোটি প্রমাণ থাকা সত্ত্বেও মইত্যা রাজাকার নিজামী মইজ্জ্যা রাজাকার মুজাহিদের বিচার হতে পারবে না কেন? হোক না তারা সাবেক মন্ত্রী।

কেন কাদের মোল্লা, দেইল্লা রাজাকার, গো’ আযমদের বিচার সম্ভব হবে না? অবশ্যই তা সম্ভব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.