হাফ ইঞ্জিনিয়ার
আয়রনম্যান ২ মুভিতে টনি স্টার্কের শত্রু কোম্পানীর বানানো সেই সৈন্যগুলোর কথা মনে আছে আপনাদের যেগুলো জল-স্থল-আকাশে যুদ্ধ করতে পারবে। এবার সেইরকম স্থলযোদ্ধা ১৩ ফুট লম্বা রোবট বানিয়েছে জাপানি ভারী যন্ত্রাংশ বানানো কোম্পানী সুইদোবাসি। এই রোবট শুধুমাত্র আইফোন দিয়ে নিয়ন্ত্রন করা যাবে পাইলটের আসনে বসে। এতে এমনসব নজরকাড়া এবং ভয়ংকর যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে দেখলে আপনার মনে হবে ট্রান্সফরমার মুভি সেই রোবটদের মারামারির কথা। চলুন একনজরে দেখি আসি সেই রোবটটিকে।
“কুরাতাস” নামের এই রোবট ভবিষ্যতের আধুনিক প্রযুক্তির অস্ত্র লাগানো হয়েছে যার মধ্যে আছে মেশিনগান যেটি মিনিটে ৬০০০ বিবি বুলেট ছুড়তে পারে এবং এটি ছোঁড়ার নির্দেশ এর জন্য কোন ম্যানুয়েল বাটনের সাহায্য নিতে হয় না। শুধু পাইলন হাসলেই এটি গুলি ছুড়বে। এই রোবট নিয়ন্ত্রনের জন্য এর ককপিটে একজন পাইলট অথবা বাইরে থেকে ত্রিজি নেটওয়ার্কের সাহায্যে একটি স্মার্টফোনেই যথেষ্ট।
রোবটটিতে প্রায় আশিটি হাইড্রোলিক জয়েন্ট আছে যেটির কারণে পাইলট খুব সহজেই মোশন সেন্সরের মাধ্যমে এটি নিয়ন্ত্রন করতে পারবে। এটি বিক্রয়মুল্য রাখা হয়েছে £900,000. যদিও এটি গ্রে কালারের বানানো হয়েছে তবে অতিরিক্ত ৬০ পাউন্ড খরচ করলে ক্রেতার চাহিদা অনুযায়ী রঙ এ মুড়িয়ে এটিকে বিক্রি করা যাবে।
গতসপ্তাহে জাপানের টোকিওতে অনুষ্টিত এক প্রদর্শনিতে এটি সকলের সামনে প্রদর্শিত করা হয়। ইঞ্জিনিয়ার Wataru Yoshizaki এবং Kogoro Kurata রোবটের সামনে দাঁড়িয়ে স্যালুট করে সবাইকে রোবটের কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত বর্ননা দেন। তারা জানান এই রোবট তৈরি করতে তারা ২০১০ সাল থেকে কাজ করে আসছেন।
তারা আরো বলেন,যদি এই রোবট চালানোর জন্য চালকের আসনে কেউ না থাকে তবে এটিকে ‘Master-Slave system’ এর মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রন করা যাবে। এর অটোমেটিক ডিটেকশান সিস্টেমের কারণে শত্রুর উপর এটি টার্গেট লক করে দিতে পারে এবং তাদের মতে এটিকে ফাকি দিয়ে শত্রু পালিয়ে যাওয়ার উপায় নেই।
প্রায় ১৩ ফুট লম্বা এবং চারটন ওজনের এই রোবট এর চলাফেরার জন্য চারটি চাকাওয়ালা পা আছে সেগুলো দিয়ে এটি সমতলে চলাফেরা করতে পারে খুব সহজেই ১ দশমিক ৬ মাইল গতিতে। যুদ্ধক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপুর্ন অস্ত্র। নীচের ভিডিওটি দেখেতে এর সচিত্র বিবরন দেখতে পাবেন।
-
লেখাটি পুর্বে টেকস্পেট এ প্রকাশিত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।