আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন সেনাবাহিনীতে পেশাগত দায়িত্বের বাইরে যৌন সম্পর্ক : সার্জেন্ট দোষী সাব্যস্ত

মার্কিন বিমান বাহিনীর আরো এক প্রশিক্ষক যৌন কেলেংকারির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। আমেরিকার ল্যাকল্যান্ড বিমান ঘাঁটির প্রশিক্ষক টেকিনিক্যাল সার্জেন্ট ক্রিস্টোফার স্মিথকে ওই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। মার্কিন বিমান বাহিনীর এক তরুণী সদস্য বুনিয়াদি প্রশিক্ষণ নেয়ার সময় স্মিথ তার সঙ্গে পেশাগত দায়িত্বের বাইরে যৌন সম্পর্ক গড়ে তোলেন। ল্যাকল্যান্ড বিমান ঘাঁটি হচ্ছে বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্র এবং সেখানে মার্কিন বিমান বাহিনীর সব সদস্যের জন্য প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক। যৌন কেলেংকারি প্রমাণিত হওয়ায় সার্জেন্ট ক্রিস্টোফার স্মিথকে এখন এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

১০ নতুন নারী সহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে মার্কিন বিমান বাহিনীর স্টাফ সার্জেন্ট লুইস ওয়াকারকে ২০ বছরের কারাদণ্ড দেয়ার ১০ দিনের মাথায় সার্জেন্ট ক্রিস্টোফার স্মিথকে দোষী সাব্যস্ত করা হলো। ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জানুয়ারি মাসের মধ্যে ওয়াকার এসব জঘন্য অপরাধ করেন। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ৪৭৫ জন প্রশিক্ষক রয়েছেন এবং সেখান থেকে প্রতি বছর বিমান বাহিনীর ৩৫ হাজার সদস্য গ্রাজুয়েট হন। এর মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন নারী সদস্য থাকেন এবং তাদেরকে শতকরা ৯০ শতাংশ পুরুষ প্রশিক্ষকের কাছে আট সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হয়। মার্কিন সামরিক বাহিনীতে যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনা অনেকটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে এবং প্রতি বছর এ ধরনের কয়েক হাজার ঘটনা রেকর্ড করা হয়।

এই হাসির পেছনে রয়েছে কত কান্না! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.