তুইলা আছাড় দিতে মন চায় ম্যালাদিন ঘুমাইয়া আছিলাম। তোমরা কেমন আছো? আমার বন্ধুরা কেমন আছো? কিন্তু ঘুম থিকা উইঠা দেখি অনেক কিছু পরিবর্তন হইয়া গেছেগা। ভালা লাগতাছে না। মনটা খুব খারাপ।
দেখতাছি সারাদেশে বহুত গ্যাঞ্জাম।
এইসব দেখলে আমার মেজাজ খারাপ হইয়া যায়। তখন তুইলা আছাড় মারতে মন চায়।
মানুষের কষ্ট দেখতে আমার ভালো লাগে না। আমি মানুষ না হইতে পারি কিন্তু এইসব দেইখা ঠিক থাকবার পারিনা। আমি কিছু একটা করতে চাই।
আমি কিংকং আমার গায়ে অনেক শক্তি।
তোমাদের উপকারে আসলে আমার ভালো লাগে। যাউগ্গা ম্যালাদিন ঘুমাইয়া ছিলাম। খুব খিদা লাগছে। এখন কিছু খামু।
তারবাদে তোমাগো লগে আবার কথা কমু।
মাথাটা খুব গরম। তুইলা আছাড় মারতে মন চায়............. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।