সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া
বুকের ভিতরে বাবা ডাকে দূরের পথ
নীল আমার পৃথিবী মাড়িয়ে.......
কতদূরে সীমান্ত তোমার....
অনন্ত মহাশুন্যে
পড়ে আছ অজর, অমর।
পড়ে থাকো। তোমাকে তো যেতে হয় না।
তোমার কি বুক আছে?
আছে বুকের ভিতরে কেউ?
বুকের ভিতরে পাঁক খেয়ে ওঠে ডাক
আমাকে যেতে হয় তবু।
কত দূরে যাবো পথ?
কত দূ.......র সীমানা তোমার?
খালি চোখে চেয়ে দেখি...
চলে যাচ্ছ।
ভালো করে দেখি তুমি
চলে যাচ্ছ।
তারা গোনার টেলিস্কোপে..
চলে যাচ্ছ।
আরেকটা পৃথিবী খোঁজা টেলিস্কোপে..
যাচ্ছ চলে।
জানো কি ও দূরের পথ,
দৃষ্টির দূরবিন্দু অসীম।
মাটি থেকে দেখা মেলে চাঁদের
ক্রমে মঙ্গল, বৃহস্পতি,শনি,নেপচুন......
আরেকটা সৌরজগত,
আরেকটা মহাবিশ্ব.....
আয়াস করলে দেখা যাবে..
তবু তুমি চলে যাচ্ছ।
কোথায় ওমেগা তোমার দূরের পথ
সব পথই না কি ঈশ্বরের কাছে গেছে
তোমার ঈশ্বরের বাসা নম্বর কত?
জিপিএস এ বলবা।
পথ তুমি জান না। না কি জান?
তুমিই একা নও ঈশ্বরের উমেদার
তোমার বুক বেয়ে যারা উঠে আসে
কপোল বেয়ে নামে সাগরের জল,
গলা বেয়ে রক্ত, ধূসরিত আপাদমস্তক
উমেদার তারাও উমেদার তাঁর।
বুকের ভিতরে বাবা ডাকে পথ
বল শুনি বাবা মানে কি?
বাবা মানে বাবা,
বাবা মানে চেনা পথ ঘাট
বাবা মানে-চেনা জানা পুকুরের জলে চিৎ সাতার?
বাবার ডাকে কিভাবে প্রলয় হয়?
বাবা মানে কি......
অস্পষ্ট আলোর রেখা
নাকি গরুকে বাধ্য করা খুঁটি?
বুকের গভীরে ডাকে মা
আরো ক্ষীণ স্বরে
ডাকে ভাইবোন, আত্মীয়-স্বজন
এবং প্রিয়তমা......
বলো দেখি পথ,
এত ডাক লয়ে
তোমার অনন্ত রথে
ক্যাম্নে যাই ক্যাম্নে।
আবার তুমিও দেখি নিরবে
হাত বাড়ায়ে ডাক
যত দূরে যাই...
তুমি তত দূরেই থাক
ও পথ কত দূরে যাব আমি
কত দূরে ঠিকানা তোমার
বুকের ভিতরে চৈত্রের বাতাসের সাথে তপ্ত রোদ
আর ডাকাডাকি।
১৪/০১/১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।