[ চট্টগ্রাম শহরের কেন্দ্র স্থল থেকে শুরু করে জেলার বিভিন্ন্ থানার বাজারে কিছু যুবকদের দেখা যায় সি এন জি, রিক্সা প্রাইভেট কার বা পরিবহনে থাকা যাত্রীদের জানালা দিয়ে লিফলেট ছুঁড়ে দিতে। এসব লিফলেটের অধিকাংশই জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা কথিত বিভিন্ন ইউনানি, হারবাল বা ভেষজ চিকিৎসা কেন্দ্রের। এসব লিফলেটের ভাষা যেমন কুরুচিপূর্ণ তেমনি পথচারী বা যাত্রীদের পড়তে হয় উঠকো ঝামেলায় এবংবিব্রতকরঅবস্থায়। এসব লিফলেট বাসের জানালা দিয়ে ছুঁড়ে দেয়ার সময় অনেক যাত্রীর নাকে বা মুখে লাগে।
কম বয়সী ছেলেরা গাড়ির ভেতরে উঠে এসব কুরুচিপূর্ণ লিফলেট বা ভিজিটিং কার্ড বিতরণ করছে।
অনেক সময় যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এসময় অনেক যাত্রী বিব্রতকর অবস্থায় পড়েন।
স্কুল শিক্ষক ফুল মিয়া জানান, বাসে চড়লেই এমনিতেই লিফলেটের যন্ত্রণায় অতিষ্ঠ। তারপর এর সাথে যোগ হয়েছে বড় বড় পোস্টারে নারী-পুরুষের গোপন রোগের বিস্তারিত কথামালা। এসবের কারণে বাচ্চা এবং বাসার মা-বোনদের নিয়ে বাসে চলালাচল করাটাই কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে এসব লিফলেট বা পোস্টার শুধু যাত্রীদের মধ্যে বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই। এগুলো বাসের সামনের কাঁচের উপরের অংশে এবং জানালার কাঁচে সাঁটানো হয়ে থাকে। স্কুল-কলেজের বাউন্ডারীর দেওয়ালেও সাঁটানো আছে এসব লিফলেট। এসব বিজ্ঞাপনের ভাষা এতটাই কুরুচিপূর্ণ যে, নারী যাত্রীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আর এগুলো বাসে নারীদের বসার আসনগুলোর আশপাশেই সাঁটানো থাকে।
এসব চিকিৎসা কেন্দ্রের বিজ্ঞাপনে বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটারের মাধ্যমে রোগ নির্ণয় করার কথা বলা হয়ে থাকে। কিন্তু বাস্তবে এসবের কোনকিছুই করা হয় না। এসব চিকিৎসা প্রতিষ্ঠান লিফলেটে দাবি করা হয় আমেরিকা, কানাডা, চীন, মালয়েশীয়া,জার্মানসহ বিভিন্ন দেশ জয় করে দেশে এসেছে। কিন্তু বাস্তবে এসব প্রচারের সত্যতা কতটা সত্য তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এসব চিকিৎসা প্রতিষ্ঠানের লিফলেটে সবধরনের যৌনরোগ, পুরোনো আমাশয়, হাঁপানি, ডায়বেটিস, টিউমারসহ শত শত রোগ শতভাগ নিশ্চয়তা দিয়ে চিকিৎসা করা হয় বলে দাবি করা হয়।
এসব কুরুচিপূর্ণ লিফলেটের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে সমাজে চক্ষুলজ্জা বলতে যে কথা প্রচলিত রয়েছে সেটা আমাদের যুবসমাজের কাছে থেকে উঠে যাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।