নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ভাল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তেন ।
একথা আমাদের অগণিত উম্মত প্রায় সকলেই জানি এবং আমরা আমল করি। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিঠি লেখার সময়ও বিসমিল্লাহ লেখতেন আমরাও লেখি । কিন্তু লক্ষ রাখতে হবে যেন এই সুন্নাতের উপর আমল করতে গিয়ে আল্লাহর নামের সাথে বেয়াদবি না হয়ে যায়। যেমন কেউ বিসমিল্লাহ লিখে লিখে সেগুলো ফেলে দিয়ে পদদলিত করতে লাগল!
আর এমনটাই প্রতিনিয়ত আমাদের সমাজে হয়ে আসছে।
যেমন ধরুন জুম্মার নামায শেষে বের হয়ে আসছেন। মসজিদের গেটে আপনাকে গুরুত্বহীন লিফলেট দেয়া হল। যেটা শুরুতে ছোট্ট করে লেখা বিসমিল্লাহির রহমানির রহীম । আপনি সেটা লক্ষ না করে ,কাগজটির অপ্রয়জনিয়তা উপলব্ধি করে ফেলে দিলেন । আর মুসুল্লিরা সেটা নিজেদের অগোচরে পারাতে লাগল।
এতে করে আল্লাহর নামে সাথে অবমাননা হল । এমনই ভাবে আমাদের দেয়ালগুলো ছেয়ে ফেলা পোস্টারগুলোতে এমহান বাক্য তথা বিসমিল্লাহ লেখা থাকে। যখন সেগুলো দেয়াল থেকে খসে পড়ে. তখন দেয়াল সংলগ্ন নোংরা পানিতে আল্লাহর নামটি পড়ে যায়। আর এতে করে আল্লাহর নামের সাথে অসম্মান প্রকাশ পায়।
তাই আমরা এমন কোন কাগজে বিসমিল্লাহ লেখবনা যেগুলো অবহেলিত হওয়ার আশঙ্কা আছে।
তারপরও যদি লেখতেই হয় তাহলে আমরা ৭৮৬ লেখে ক্ষ্যান্ত হব।
আল্লাহ আমাদেরকে তার নামের মর্যাদা রক্ষা করার তৌফিক দিন। আমীন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।