আমাদের কথা খুঁজে নিন

   

বিসমিল্লাহর ফজিলত

মহানবী (সা.) ইরশাদ করেন, "যে ব্যক্তি 'বিসমিল্লাহ...' লেখা আছে এমন কোনো কাগজের টুকরা আল্লাহতায়ালার তাজিমের উদ্দেশ্যে তুলে নেয়, আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয়, যদিও তারা মুশরিক হয়ে থাকে। "

এ ব্যাপারে বিশ্র আল-হাফী (রহ.)-এর ঘটনা তো সুপ্রসিদ্ধ। হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) তাকে লক্ষ্য করে ইরশাদ করেন : 'হে আবু হুরাইরা! তুমি যখন অজু করবে, বিসমিল্লাহ বলবে। তাহলে ফিরিশতাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে, তখন বিসমিল্লাহ বলবে।

তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে, ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয়, তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে, ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পুণ্য তোমার আমলনামায় লেখা হতে থাকবে। হে আবু হুরাইরা! তুমি যখন পশুর পিঠে চড়বে, তখন বিসমিল্লাহ বলবে। তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে, তখনও বিসমিল্লাহ বলবে।

তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে। '

হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'আদম সন্তান যখন কাপড় খোলে, তখন তার সতর ও নিজদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে 'বিসমিল্লাহির-রহমানির রাহীম'।

চিন্তা করে দেখুন, বিসমিল্লাহর যখন দুনিয়ায় আপনার ও আপনার শত্রুর মধ্যে পর্দার কাজ করে, তখন আখিরাতে কি তা আপনার ও জাহান্নামের ফেরেশতাদের মাঝখানে পর্দা হতে পারে না?

জনৈক ব্যক্তি হজরত খালিদ ইবনে ওয়ালীদ (রা.)-এর কাছে ইসলামের কোনো নিদর্শন চাইল। সে বলল : আপনি যখন ইসলামের দাবি করছেন, তখন আমাদের কোনো নিদর্শন দেখান, যাতে আমরাও ইসলাম গ্রহণ করতে পারি।

তিনি বললেন : তোমরা আমার কাছে কোনো প্রাণঘাতী বিষ নিয়ে এসো। তার কাছে এক পেয়ালা বিষ আনা হলো। তিনি তা হাতে নিলেন এবং 'বিসমিল্লাহির-রহমানির রাহীম' বলে সবটুকু পান করলেন। তারপর আল্লাহতায়ালার ইচ্ছায় তিনি নিরাপদে উঠে গেলেন। এ দৃশ্য দেখে মাজুসি লোকটি বলল : এটা সত্য দ্বীন।

(সূত্র : তাফসিরে কাবির)

লেখক : খতিব, সারুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।