আমাদের কথা খুঁজে নিন

   

‘বিসমিল্লাহর তদন্তে’ প্রাইম ব্যাংক কর্মকর্তাদের দুদকে তলব

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২ ও ৩ জুন কমিশন কার্যালয়ে হাজির হতে ২০ কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।
আগামী ২ জুন ১১ জনকে তলব করা হয়েছে। তারা হলেন- মতিঝিল কর্পোরেট শাখার এসভিপি ও অপারেশন ম্যানাজার মহিউদ্দিন আহমেদ, প্রধান কার্যালয় সিরিআম ডিভিশনের এসইও মো. কামাল হোসেন, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশনের এসইভিপি মো. হাবিবুর রহমান, সাবেক ক্রেডিট অফিসার এম আই খালেদ, সিআর ডিভিশনের এসভিপি মোহাম্মদ জামিল হোসেন, এক্সপোর্ট ফাইন্যান্স ডিভিশনের এসএভিপি, হেড অব এক্সপোর্ট ফাইন্যান্স ডিভিশনের সাবেক ভিপি (বর্তমানে এক্সিম ব্যাংকে কর্মরত) মো. ফখরুল ইসলাম,  এক্সপোর্ট ফাইন্যান্স ডিভিশনের এসএভিপি এস এম খোরশেদ আলম, হেড অব কর্পোরেট শাখার সাবেক এসইভিপি মো. রফিকুল ইসলাম, সাবেক ভিপি ও সিআরএম এক্সিকিউটিভ (বর্তমানে ইউসিবিএলে কর্মরত) মো. জহিরুল ইসলাম, সাবেক এসইভিপি ও হেড অব ক্রেডিট এম সহিদুল ইসলাম (বর্তমানে ইউসিবিএলে কর্মরত), সাবেক হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের শাখা প্রধান মো. মোজাম্মেল হোসেন।
৩ জুন তলব করা হয়েছে নয় কর্মকর্তাকে। তারা হলেন-  প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও ফরেন এক্সচেঞ্চের ইনচার্জ ইব্রাহিম হোসেন গাজী, বসুন্ধরা শাখার এসভিপি এ কে এম জানে আলম, মতিঝিল কর্পোরেট শাখার সাবেক এসভিপি ও অপারেশন ম্যানাজার মোহাম্মদ তাহেরুজ্জামান(বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মোহাম্মদ ফারুক (বর্তমানে ইউসিবিএলে কর্মরত), মতিঝিল কর্পোরেট শাখার সাবেক ইভিপি ও শাখা প্রধান ইসবাহুল বার চৌধুরী(বর্তমানে অবসরপ্রাপ্ত), আইসিবি দিলকুশা শাখার অপারেশন ম্যানাজার আবু তাহের মো. জাকারিয়া, সাবেক ভিপি ও অপারেশন ম্যানাজার কাজী মুহিবুল ইসলাম (বর্তমানে ইউসিবিএলে কর্মরত), প্রধান কার্যালয় এক্সপোর্ট ফাইন্যান্স ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) আব্দুল্লাহ আল মামুন ও এসভিপি মো. তারিক পারভেজ জুয়েল।
বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ, তারা বিদেশে ভুয়া প্রতিষ্ঠান খুলে তাদের সঙ্গে চুক্তিপত্র বিভিন্ন ব্যাংকে দেখিয়ে বড় অঙ্কের ঋণ নেয়, যদিও ঋণের বিপরীতে কোনো পণ্য আমদানি-রপ্তানি তারা করেনি।
প্রণব জানান, বিসমিল্লাহ গ্রুপের ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়টি ব্যাংক জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।
ইতোমধ্যেই দুদকের অনুসন্ধান টিম ব্যাংকগুলোর নথি পর্যালোচনাসহ অর্ধশতাধিক ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।