আমাদের কথা খুঁজে নিন

   

বাইকার নয়, বাইক এক্সপার্টদের কাছে আমার কয়েকটি জিজ্ঞাসা

খুব সাধারণ অসচ্ছল পরিবারে আমার জন্ম। শৈশব,কৈশোর পেরিয়ে যৌবন পুরোটাই কাটছে যন্ত্র নগরী ঢাকায়। প্রতিভা ছিল ক্রিকেট খেলায়,তা এখন শুধুই স্মৃতি। প্রতিভা আছে সংগীতে,চর্চা করি গীটার,আর স্বপ্ন দেখি গানওয়ালা হবার। পড়ছি হিসাববিদ্যায়,যদিও আমার আগ্রহের বিষয় দর্শন,যুক্তিব ১. Hunk কেমন বাইক? Detail(engine, parformance, long time durability of engine এগুলো আর কি)বলেন পিলিজ।

২. Hunk/Apache RTR/SZ-R/Pulsar এই ১৫০cc বাইক গুলোর মধ্যে কোনটি বেস্ট? এবং কেন? ৩. ১৫০cc এর নিচে নিতে হলে কোন বাইকটি নেওয়া উচিত? Pulsar 135cc/Glamour/Stunner- কোনটি বেস্ট হবে? ৪. বাইক New না Second Hand কোনটি কেনা উচিত? এবং কেন? ৫. এই বাজেট এ কি বাইক এর দাম বাড়বে/কমবে/অপরিবর্তিত থাকবে? ৬. বাংলা ভাষায় কি বাইক সম্পর্কিত কোনো ব্লগ বা ফেসবুক পেজ বা ওয়েবসাইট আছে কি না? সঠিক ইনফরমেশন কোথেকে পাবো? থাকলে লিঙ্ক দেন পিলিজ। ৭. ব্যক্তিগত পছন্দ থেকে সিদ্ধান্ত দিয়েন না, বরং নিরপেক্ষ বিচারে সঠিক তথ্য দিয়ে আমাকে একটু হেল্পান। আপনার মতামত নিরপেক্ষ বিচারে দেন পিলিজ। ৮. ২ ও ৩ এর বাইক গুলো ছাড়া আর কোন বাইক আমার বিবেচনায় নাই। ৯. হেল্প করলে চির কৃতজ্ঞ থাকব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।