বয়স ত্রিশ পার হল প্রায়.. এতদিনে এসে মনে হল একখান বাইক কেনা দরকার... সকালে অফিস যাওয়ার সময় মনে হয়, সব ভেঙ্গেচুরে একাকার করে ফেলি... শেষ পর্যন্ত বউ টাকা দিল (যৗতুক নয় ভাই, ধার হিসেবে), মেজাজটা যেন একটু নিয়ন্ত্রণে থাকে। ১৫ মিনিটের রাস্তায় দুই ঘন্টা কাটাতে কাটাতে পেরেশান হয়ে গেছি... যাকগে, ইতিহাস বাদ। পরামর্শ দরকার, কোন বাইক কেনা যায়। ভারতীয় ছাড়া তো গতি নাই, তাই সেভাবেই বলবেন। আমার একটু ব্যক্তিগত পছন্দ ছিল, টিভিএস এ্যাপাচি। কিন্তু শুনতে পাচ্ছি এটার নাকি আবার কন্ট্রোল ভাল না। এদিকে আমি আবার নতুন বাইকার। খুব ভাল চালাই এমনটা বলতে পারি না। জলদি, টাকাটা অন্যখাতে (মত বদলাতে পারে বউ, রাস্তায় দুর্ঘটনা ঘটবে, সো নো বাইক- এই টাইপ ) যাবার আগেই পরামর্শ দিন....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।