নিষ্কৃতি হারাম খেয়ে আরাম চেয়ে ব্যারাম সয়ে এই শরীরে; মরছি ধুঁকে যাকনা চুকে পীরের ফুঁকে যায় যদিরে। নেতার নামে হলুদ খামে ঘুষের দামে সুখ কিনেছি; নিয়ম রীতি স্বজন প্রীতি শপথ নীতি সব ভেঙ্গেছি। আম জনতা নেই ক্ষমতা চেয়ে সমতা পায় কি আর! টাকার জোড়ে পকেট ভরে নৌকায় চড়ে হয়েছি পাড়। সুবিধা ভোগ এমনই রোগ যারই হোক সারানো দায়; আজব দেশে নেতার বেশে চলছি হেসে আর কে পায়! ঘুমিয়ে যারা দেয়না সাড়া বিপদ তাড়া করে করুক; দেশ বেঁচেছি মান বেঁচেছি হাঁফ ছেড়েছি মরে মরুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।