অতীতের হাতে সমর্পিত সুখানুভূতি
ভালোমানুষির অধবাস্তব খেলার
স্বপ্নীল আবেগী পরিকল্পিত দহন
অতীত তাই নিষ্কৃতি দাও আমায়।
অতীতের হাতে লুকায়িত প্রেমানুভূতি
ঝাপসা অবয়ব স্বাপ্নিক অলীকতার
সোনালী নৃশংতার তীব্র লেহন
অতীত তাই নিষ্কৃতি দাও আমায়।
অতীতের কাছে অবাঞ্চিত উষ্ঞতাপ্রেমী
কিশোর প্রেমের অস্তায়মান বেলায়
তীক্তধর্মী বিশ্বাসীর গঠন
অতীত তাই নিষ্কৃতি দাও আমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।