খসড়া সড়ক পরিবহন ও চলাচল আইন ২০১২ তেপথচারী কর্তৃক সড়ক ব্যবহারের সময় সংকেত প্রদানকারী যন্ত্র, বাতি/ল্যাম্প ও রিফেক্টর ব্যবহারের কথা বলা হয়েছে।
অর্থাৎ আপনার পিছনে(পুন্দে) লাইন, সামনে লাইট লাগান এই অভস্য শহরে বসবাস করতে হলে। দুনিয়ার কোথায় এই নিয়ম আছে আল্লাহ জানে।
তারচেয়ে মজার কথা আইন ৩০১পৃষ্ঠা যা দেশের সবচেয়ে স্বাস্থ্যবান আইন।
আর এই আইন মটরযান আধ্যাদেশ ১৯৮৩ পরিবর্তে ব্যবহার হইবে।
ফলে চালকগন লাইসেন্স নিতে গেলে মনে হয় ৩০১ পৃষ্টা আইন কিছুটা হইলেও মুখস্থ কইরা নিতে হইব।
যারা লাইসেন্স পাইছে বাঁচলেন। যারা পান নাই। তারা আইন পাশ হবার আগেই লাইসেন্স নিয়া নেন।
এইখানে বিস্তারিত কিছু লেখা আছে আইন নিয়া সুযোগ পাইলে খুচাইয়া নিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।