আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ডাচবাংলা মোবাইল ব্যাংকিং নাম্বারে পৌছে গেছে ১৫৩০০টাকা। মেসেজ পেয়েছেন কি?


প্রিয় টেকি বন্ধুরা
আমি আপনাদের দলে নতুন। যদি ভুল কিছু লিখে থাকি বা আমার পূর্বেই এই টিউনটি কেউ লিখে থাকেন তাহলে তা আমার অজানা। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে বিবেকের তাড়নায় এটা সবাইকে জানানোর তাগিদ অনুভব করছি।
আজ বিকেলে অফিস শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি।

এমন সময় ডাচ্ বাংলা এজেন্ট সিমে একটি কল আসে ০১৭৭৭৯১১১৩৬ নাম্বার থেকে। পরিচয় দেন গাইবান্ধা থেকে বলছেন তিনি। আমার ব্যক্তিগত ডিবিবিএল এ্যাকাউন্ট নাম্বার চান তাতে ১৫০০০ টাকা পাঠাবেন। সোহেল হোসেন নামে একজন ব্যক্তি এসে টাকাটা নিয়ে যাবে। আমি তার নাম্বারে আমার ব্যক্তিগত ডিবিবিএল নাম্বার চেক ডিজিট সহ পাঠাই।

তারপর আমার এ্যাকাউন্টের ব্যালান্স চেক করে দেখে রাখি কত টাকা আছে। কিছুক্ষণ পর আমার নাম্বারে একটি এসএমএস আসে ডিবিবিএল থেকে। আমার এ্যাকাউন্টে ১৫৩০০ টাকা এসেছে। আমার ব্যালান্স ১৭৭২৭ টাকা। অথচ আমার এ্যাকাউন্টে ব্যালান্স ছিল ৮২৬.৫০ টাকা।

বিষয়টি তখনই ধরতে পারি। আবারও ব্যালান্স চেক করি। দেখি ৮২৪.৫০টাকা আছে। বুঝতে পারি লোকটি চালাকি করেছে। কিছুক্ষণের মধ্যেই লোকটির ফোন পাই।

সে বলে টাকা পাঠিয়েছে এসএমএস পেয়েছি কি না? আমি বললাম পেয়েছি। আপনার লোককে পাঠিয়ে দেবেন টাকা নিয়ে যাবে। উনি বলেন যে ভাই সকালে এসে টাকা নিয়ে যাবে। কিছুক্ষণ পর আবারও ফোন দেন ব্যক্তিটি। বলেন যে ভাই যাকে টাকাটা পাঠিয়েছি তার খুব প্রয়োজন।

সে আপনার ওখান থেকে বেশ দুরে আছে তাই এখন যেতে পারছে না। আপনাকে একটি বিকাশ নাম্বার দিচ্ছি একটু কষ্ট করে আপনি ১০০০০ টাকা বিকাশ করে তাকে পাঠিয়ে দিলে খুব উপকার হয় তার। সকালে বাকি ৫০০০টাকা নিয়ে যাবে। আমি চালাকি করে বলি আমার এখানে বিকাশ এজেন্ট নেই তাই এভাবে দিতে পারছিনা। সে আমাকে লোভ দেখায় আপনি প্রয়োজনে ১০০ টাকা বেশি রেখে তাকে ১০০০০ টাকা পাঠান।

আমি বলি ঠিক আছে তাকে পাঠিয়ে দিচ্ছি। এভাবে প্রায় ৫০ বার সে ফোন করে আমি তাকে ঘোরাই। শেষ পর্যন্ত তাকে বলি হরতালের কারনে সব বিকাশ এজেন্ট বন্ধ কাল আপনার লোক পাঠান সে এসে টাকা নিয়ে যাবে। আমরা রেডি হয়ে আছি যে আসবে তাকে ধরার জন্য। যদিও জানি হয়তো কেউ আসবে না।

আপনাদের সাথেও এমনটা হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকবেন। যদি এমন কাউকে পান ফ্রী গণধোলাই দিয়ে পুলিশে দেবেন। কখনই এ্যাকাউন্ট চেক না করে শুধুমাত্র মেসেজের উপর ভিত্তি করে টাকা প্রদান করবেন না। আজ যদি আমি এ্যাকাউন্ট চেক না করে যদি বিকাশে টাকাটা দিয়ে দিতাম তাহলে পুরাই ধরা খেতাম।

আপনারা কেউ যেন এই ধরাটা না খান সে জন্যই এত্তগুলো প্যাচাল ঝারলাম। কিছু মনে করবেন না। শুধুমাত্র সকলকে সতর্ক করার উদ্দেশ্যেই আমার এই লেখা। বাটপারদের সাথে বাটপারি করার মজাই আলাদা। আমি ওই বাটপারের সাথে এখনও ফোনালাপ চালিয়ে যাচ্ছি তাকে আশ্বস্ত করার জন্য যে আমি পুরাই তার মত বোকা।

তার টোপটা পুরাই গিলছি। দোয়া কইরেন আপনারা কাল যেন কোন লোক ঐ টাকাটা নিতে আসে। তাহলেই কেল্লা ফতে। পুরাই পাংখা বানায়া দেব আমরা।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.