আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে তরুণীদের শর্ট স্কার্ট ইভটিজিংয়ের জন্য দায়ী

কি বলব চিত্রনায়ক চিরঞ্জিত বললেন পশ্চিমবঙ্গের এক সময়কার জনপ্রিয় নায়ক চিরঞ্জিত চক্রবর্তী ইভটিজিং বন্ধ করতে তরুণীদের শালীন পোশাক পরে বাইরে যাবার পরামর্শ দিয়েছেন। অভিনেতা থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া চিরঞ্জিত চক্রবর্তী মনে করেন, মেয়েদের শর্ট ড্রেস কিংবা শর্ট স্কার্ট ধরনের উত্তেজক পোশাক পরার কারণে দিন দিন ইভটিজিংয়ে প্রলুব্ধ হচ্ছে পুরুষরা। তাই পোশাক নির্বাচনের সময় নারীদের একটু সচেতন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। খবর এনডিটভির। তৃণমূল কংগ্রেসের টিকেটে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া টালিউডের শক্তিমান ও জনপ্রিয় এ অভিনেতার এই পরামর্শ ভারতের গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করেছে।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিরঞ্জিত আরো বলেন, ‘ইভ টিজিং নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর ধরে এই খারাপ চর্চা চলছে। কিন্তু আমাদের এটা স্বীকার করতেই হবে মেয়েদের উত্তেজক পোশাক কম বয়সী তরুণদের প্রলুব্ধ করে। তাদের বিপদগামী হতে প্ররোচনা যোগায়। ’ পশ্চিমবঙ্গের বারাসাতের একটি থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব মন্তব্য করেন চিরঞ্জিত।

একটি ইভ টিজিংয়ের ঘটনার তদন্তের খোঁজ খবর নেওয়ার জন্য শনিবার সকালে সেখানে যান তিনি। এসময় ইভটিজিংয়ের শিকার মেয়েটির বাবাও সেখানে উপস্থিত ছিলেন। চিরঞ্জিতের কথার প্রেক্ষিতে মেয়েটির বাবা কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার শিকার মেয়েটির বাড়ি বারাসাতের বনমালিপুরে। শুক্রবার রাতে তিনি টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন।

পথে একটি ছেলে তাকে যৌন হয়রানি শুরু করলে পথচারিরা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। থানায় উপস্থিত চিরঞ্জিত আরো বলেন, ইভটিজিংয়ের মতো দুষ্টক্ষত সমাজ থেকে দূর করা উচিৎ। একই সঙ্গে নারীদেরও পোশাক পরিধানের ক্ষেত্রে সংযত হওয়া উচিৎ। তিনি বলেন, ‘আমরা সবাই জানি ইভ টিজিং ভালো নয়।

আমরা এর নিন্দাও জানাই, কিন্তু আমাদের বোঝা উচিৎ রাবণ না থাকলে রামায়ণ হতো না। ইভ টিজিংয়ের যে কোনো ঘটনা নিন্দনীয় এবং ঘটনার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা উচিৎ। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.