আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে আরেক গণধর্ষণ

দিল্লির পর পাঞ্জাবে বাসে গণধর্ষণের দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৬ জনকে। উত্তর পাঞ্জাবের এ ঘটনায় জড়িত সপ্তম সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। গত মাসে নয়া দিল্লিতে ২৩ বছর বয়সী জ্যোতি সিং পাণ্ডেকে গণধর্ষণ করা হয় একটি বাসের ভিতর। তারপর তাকে ও তার বন্ধুকে ফেলে যায় রাস্তার পাশে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জ্যোতি।

এ ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দেয়। এ নিয়ে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। ৬ষ্ঠ অভিযুক্ত ১৭ বছর বয়সী হওয়ায় তাকে কিশোর অপরাধী আইনে বিচার করা হচ্ছে। পুলিশ বলেছে, পাঞ্জাবে সর্বশেষ যে নারী ধর্ষিত হয়েছেন তার বয়স ২৯ বছর।

শুক্রবার রাতে তিনি বাসে করে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। কিন্তু যে বাসে করে তিনি ফিরছিলেন সেই বাসের চালক ও হেলপার তাকে তার গ্রামে নামাতে অস্বীকার করে। বাস না থেমে তাকে নিয়ে যায় অমৃতসর শহর থেকে দূরে নির্জন একটি স্থানে। সেখানে বাসের চালক ও হেলপারের সঙ্গে যোগ দেয় আরও ৫ জন। তারা মিলে রাতভর গণধর্ষণ করে ওই নারীকে।

তারপর ধর্ষিতাকে তার গ্রামের কাছে ফেলে যায়। ধর্ষিতাকে এ অবস্থায় উদ্ধার করার পর তিনি আত্মীয়-স্বজনদের ঘটনা জানান। এরপরই তা যায় পুলিশে। তবে ধর্ষিতার সর্বশেষ অবস্থা কি তা জানা যায় নি। এ খবর দিয়েছে বিবিসি।

মানবজমিন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.