http://www.somoyerdhoni.net/ গণিতে কিছু নিয়ম এমন ভাবে মেনে চলে যে তা আমাদের কাছে যাদুর মত মনে হয়। এসব নিয়ম বা সূত্র খাটিয়ে আপনিও আপনার বন্ধুদের মাঝে হয়ে উঠতে পারেন গণিতের ছোট-খাট যাদুকর।
আমরা এর কিছু নমুনা দেখেছি আগের লেখাগুলিতে।
যেমনঃ আজব গণিত!
এক নং যাদু
* ১ থেকে ১০ পর্যন্ত যেকোন একটি সংখ্যা চিন্তা করেন।
* সংখ্যাটির সাথে ২ গুণ করেন।
* গুণফলের সাথে ১০ যোগ করেন।
* এখন সেই যোগফলকে ২ দ্বারা ভাগ করেন।
* আপনি যে সংখ্যাটি চিন্তা করেছিলেন তা প্রাপ্ত ভাগফল থেকে বিয়োগ করুন।
আপনার উত্তর কি আমার জানার কথা? না মনে হয়। কিন্তু আমি জানি।
দেখুন তো আপনার উত্তরটি ৫ হয়েছে কিনা।
মজা লাগলে আরো দুইটা দেখেন এখানে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।