প্রতিটা সেমিস্টার ব্রেক এ ঢাকার বাইরে ঘুরতে যাইয়া যাইয়া অভ্যাস হয়ে গেছে এখন আর ঘরে ভাল লাগতাসেনা ......অল্প টাকায় ১দিনের মধ্যে ঘুরার জায়গা দরকার পুরান ঢাকার সেন্ট্রাল গার্লস হাইস্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক বাসুদের কুমার রায়কে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন মোল্লা আসামিকে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, ২০১২ সালের ২৭ মে ঘটনা দেখানো হয়েছে। ঘটনার দীর্ঘদিন পর অভিযোগকারী ছাত্রী রিপন নামের এক সাংবাদিকের সহায়তায় এই মামলা করেছে।
শুধু হয়রানি এবং অসৎ উদ্দেশ নিয়ে এ মামলায় শিক্ষককে জড়ানো হয়েছে। এ সময় আদালতের কক্ষে ওই প্রতিষ্ঠানের ১৫-১৬ ছাত্রী উপস্থিত ছিল। শুনানি শেষে মহানগর হাকিম সাবরিনা আলী জামিনের আবেদন মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১১ সালে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ওই শিক্ষকের বাসায় কোচিং করত অভিযোগকারী। দশম শ্রেণীতে পড়া অবস্থায় ওই শিক্ষক খাতা দেখার কথা বলে ওই বছরের ২৭ মে সকালে মুঠো ফোনে তাকে বাসায় আসতে বলেন।
ছাত্রীটি বাসায় ঢুকে দেখে, অন্য কেউ বাসায় নেই। শিক্ষক তাকে বেডরুমে গিয়ে বসতে বলেন। পরে শিক্ষক তার (ছাত্রীর) গায়ে হাত দেন। অভিযোগকারী তাতে বাধা দেয়। তখন শিক্ষক এই বলে হুমকি দেন যে, কাউকে বললে পরীক্ষার ফলাফল খারাপ করে দেবেন।
এর ফলে ঘটনাটি তখন ওই ছাত্রী বাবা-মা ছাড়া কাউকে জানায়নি।
মামলার এজাহার থেকে আরও জানা যায়, স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করে।
গতকাল সোমবার বিকেলে সেন্ট্রাল গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগের ওই জ্যেষ্ঠ শিক্ষক বাসুদেবকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানা পুলিশ।
আমাদের দাবি উকিলবাবুর বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে তার মেয়ে বৌকে সেই বাসুদেব এঁর বাড়িতে পাঠান হোক , মেয়ে প্রাইভেট পরবে মা বসে থাকল , তারপর যা করার বাসুদেব দাদাই করবেন , তখন হয়ত উকিলবাবু বুঝবেন । যারা যারা ধর্ষক নিপীড়কদের পক্ষে ওকালতি করবে তাদের সবার মেয়ে বউকেই যদি এভাবে পাঠান যেত তাহলে হয়ত তারা বুঝত , আবার নাও বুঝতে পয়ারে, কারন এইসব কুলাঙ্গারদের কাছে নিজের মেয়ে বউ এঁর চেয়ে টাকা অনেক দামি!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।