আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুনের স্মরনসভায় কাঁদলেন গুলতেকিন -

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা । নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ শনিবার রাজধানীর শাহবাগের শওকত ওসমান মিলনায়তনে নাগরিক শোকসভার আয়োজন করে। শোকসভায় প্রিয় লেখকের স্মরণে কাঁদলেন তাঁর স্বজন ও বন্ধুরা। সবার সঙ্গে কাঁদলেন তাঁর সাবেক স্ত্রী গুলতেকিন খানও।

হুমায়ূন আহমেদ স্মরণসভার দর্শকসারিতে বসেছিলেন গুলতেকিন খান। কান্নায় ভেঙে পড়া ছেলে নুহাশ আর মেয়ে বিপাশা আহমেদকে সান্ত্বনা দিতে গিয়ে কাঁদলেন তিনিও। হুমায়ূন আহমেদের অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। শোকসভায় সেসব দিনের কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন এই গুণী শিল্পী। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদকে নিয়ে আমার শোক করার কথা নয়।

’ তিনি জানান, একসঙ্গে অনেক মজা করেছেন তাঁরা। কাটিয়েছেন অনেক আনন্দঘন মুহূর্ত। সেসব দিনের কথা বলতে গিয়ে কান্নায় তাঁর গলা ধরে আসে। চোখ ভিজে যায় জলে। হুমায়ূন আহমেদের ভাই ও সাহিত্যিক জাফর ইকবাল জানান নন্দিত লেখকের শেষ সময়টির কথা।

তিনি বলেন, ‘একজন মানুষের শরীর আমি ধরে ছিলাম। আস্তে আস্তে তাঁর হূত্স্পন্দন কমে আসতে থাকে। আর একটা সময় সেটা থেমে গেল। এটা অদ্ভুত এক অভিজ্ঞতা। তাঁর শরীর আমি ধরে আছি, কিন্তু প্রাণটা চলে গেছে।

’ এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনেক ঝড়ঝাপ্টা সামলানো মুহম্মদ জাফর ইকবাল আর নিজেকে ধরে রাখতে পারেননি। কান্নায় গলা ধরে আসে তাঁর। শোকসভায় অভিনেতা রামেন্দু মজুমদার বলেন, ‘হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল ক্যানসার হাসপাতাল গড়ে তুলবেন। এখন তাঁর সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে আমাদের। তাহলেই তাঁর আত্মা শান্তি পাবে।

’ শোকসভায় আরও ছিলেন জাফর ইকবালের স্ত্রী ইয়াসমীন হক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, গণসংগীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ। শোকসভায় হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।