হুমায়ুন লেখে গেছেন অনেক। তার লেখা প্রতিটি বই এ আছে আগামীর পদধ্বনি। তিনি যত মানুষকে স্বপ্ন দেখা শিখিয়েছেন তার সমাপ্তি এখানে হতেই পারে না। তিনি হয়ত মাটিতে মিশে যাবেন কিন্তু হারিয়ে যাবেন না।
কোথাও কেউ নেই, বহুব্রীহি, অয়ময়, হিমু, আগুনের পরশমণি, শ্রাবন মেঘের দিন...থেকেই যাবে, থাকবেন না শুধু তিনি! কিন্তু তিনি কি আসলেই কি থাকবেন না? থাকবেন... তার লেখক স্বত্বা টিকে থাকবে, তিনি থেকে যাবেন তার পাঠকদের হৃদয়ে।
এভাবেই হয়ত আমরা আগামী দিনের আরেক হুমায়ুনকে পাব। কে জানে হয়ত নতুন দিনের যারা পাঠক বা আজকের দিনে পৃথিবীতে আসা কোন শিশুই হয়ত নতুন হুমায়ুন হবে। এমনও ত হতে পারে যে সে এই মুহূর্তে হিমু পড়ছে! চলে যাওয়া হুমায়ুন থেকে অনুপ্রেরনা নিয়ে যে নতুন হুমায়ুন আসবে তার অপেক্ষায় রইলাম..নিজেকে খুবই ভাজ্ঞবান মনে হচ্ছে এই ভেবে যে আমার সন্তান কে আমি বলতে পারব আমি হুমায়ুনকে সামনে থেকে দেখেছি, তাকে কথা বলতে শুনেছি, তার অটোগ্রাফ দেয়া দেখেছি।
লেখক হুমায়ুনের জন্য আজ শুধুই শ্রদ্ধা, ভালবাসা। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
উনি ভাল থাকুন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।