আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নবাজের স্বপ্ন দেয়াল আর স্বপ্নঘুড়ি- দুটো কবিতা

চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। স্বপ্নবাজের স্বপ্ন দেয়াল সাদা কালো স্বপ্ন গুলো রাঙিয়ে দেবার পালা ধূসর কালো রঙের মাঝে নীল সবুজের খেলা চাইলে তুমি খেলতে পারো ছুঁতে পারো নীল হয়তো তোমার লালের মাঝেই আকাশ অনাবিল নীল গুলো সব অনেক আগেই ধূসর থেকে কালো ভয় পেয়োনা বন্ধু আমার ইচ্ছের ডানা মেলো। স্বপ্নঘুড়ি ভেবেছিস শুধু তুই ই পারিস? আমিও পারি! একল পলকে উড়াই আমার স্বপ্নঘুড়ি, ভেবেছি তুই একাই পারিস? ভয় যদি পাশ, এবার আমার হাত ধরিস্। ভাবছিস তুই স্বপ্নগুলি তোর মত? ভাবছিস তুই কাব্য খেলায় একাই রত, তোর মত কাব্য নিয়ে আমিও খেলি অন্ধকারে তোর খোঁজে দু চোখ মেলি তোর দেয়া কবিতাগুলো যত্নে আছে, চুপটি করে ঘুমের ঘোরে বুকের মাঝে! ভাবছিস বুঝি কবিতাখাতা উঁইয়ের খাবার? বলছি তোকে সময় এখন তোকে নিয়ে যুদ্ধে যাওয়ার!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।