জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
বিকেল বেলার সংসদ ভবন দুপুরের রেস্তোরা
সকালের ক্লাশ ফাঁকি দিয়ে ঘুমের শ্রাদ্ধ করা ।
টাইম পাসের থিওরি না জানা আমরা কজন
আড্ডা মারি জিয়া উদ্যানে ইচ্ছা মতন।
নতুন শহর আমাদের কাছে দেবদূত মনে হয়
ইচ্ছের ডানায় উড়াল মারি প্রজাপতি সুখময় ।
রঙিন দিনের স্বপ্ন আঁকে আমাদের ছোট্ট মন
ভুলে যাই যত দুঃখ বেদনা হাহাকার অকারণ ।
ভালো লাগে যত অচেনা আবেগ অকারণ হাসাহাসি
অমল ধবল সাদা কালো মেয়ে চলে যায় রাশি রাশি ।
নতুন মানুষ নতুন শহর নতুন নতুন স্বপ্ন-হাজার
এই শহর কি মূল্য দিবে স্বপ্নবাজের স্বপ্ন দেখার......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।