বেষ্ট একাদশ:
১.তামিম
২.জুনায়েদ
৩.সাকিব
৪.মুশফিক
৫.রিয়াদ
৬.নাছির
৭.জিয়া
৮.মাশরাফি
৯.রাজ্জাক
১০সানি
১১.শফিউল
স্কোয়াডের বাকিরা হলেন : আশরাফুল , জহুরুল , আবুল ও সাব্বির ।
ওপেনিং এ তামিম এর বিকল্প নাই , আর তামিম যেহেতু একটু দেখে খেলে সেই জন্য জুনায়েদ কে নেওয় , ও টি ২০ তে মেরে খেলতে পারে, আর আশরাফুল তামিম জুটি সফল হলেও টি ২০ তে বেশী স্লো খেলে । জুনায়েদ ব্যার্থ হলে আশরাফুল বা জহুরূল কে নামান যেতে পারে । সাকিব হল বস , ও য়েকোন পজিশন এ খেলতে পারে , আর সম্প্রতি য়েহেতু ওয়ান ডাউন এ খেলছে তাই ওকে ৩ এই রাখলাম । ৪,৫ নাম্বার পজিশন নিয়ে কোন কখা নাই ।
দুই জন এ বর্তমানে ভাল খেলছে । ৬ এ নাছির খারাপ খেললে জহুরুল বা সাব্বির । ৭ এ জিয়া এর মত হার্ড হিটিং ব্যাটসম্যান এর বিকল্প বাংলাদেশ এ নাই । বোলিং এ মাশরাফির সাথে শফিউল কেই মানায়, ও অনেক দিন ধরে খেলছে । শফিউল খারাপ খেললে আবূল আছে ।
এই মুহুর্তে বাংলাদেশ এ আর কোন ভাল পেসার নাই টি ২০ খেলার মত আর স্পিন বোলিং এ এই মুহুর্তে বিশ্বের সেরা স্পিন এটাক বাংলাদেশ এর
আমার মনে হয় এই দল নিয়েই বাংলাদেশ টি ২০ বিশ্বকাপ জমিয়ে দিতে পারবে: ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।