আজ জুম্মার নামাজে গেছি, তো নামাজের আগে হুজুর বয়ান করতেছে, "...আল্লাহর সাথে বান্দার প্রতিটা রাতই মোহাব্বতের রাত, প্রতি রাতেই আল্লাহ বান্দাদের উপর রহমত নাযিল করেন (100% Right ) । মানব জীবনে প্রতিটা মানুষের কাছে সবচেয়ে বেশী মধুর রাত হল বাসর রাত, এটা জীবনে শুধু একবার আসে (100% true) , কিন্তু ইবাদাত করলে বান্দা প্রতিটা রাতেই আল্লাহর কাছ থেকে বাসর রাতের চেয়ে বেশী মোহাব্বত লাভ করে...." এই পর্যন্ত ঠিকই ছিল, এর পর তিনি বলেন, "...অবশ্য আজ কালকার ছেলেমেয়েরা বাসর রাতের আসল মজা পাবে না ॥ কারণ এরা বাসর করে প্রকাশ্য দিবালোকে ফুটপাতে ,পাবলিক বাসে ,লেকের পাড়ে... ইস্কুল কলেজ ফাঁকি দিয়ে এরা উদ্যানে উদ্যানে ঘুরে বেড়ায়..." আরও কি কি যেন বলল আমি তো হাসি চেপে রাখতে পারছিলাম না মসজিদে তো হাসাও যায় না | আমার আশেপাশের সবার দিকে তাকিয়ে দেখি সবাই হাসি চাপার চেষ্টা করছে... হাহাহা...হোহোহো...হেহেহে...খিকখিকখিকজ্...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।