হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... ঘটনা এক,
গত শুক্রবার। সময় বিকাল ৩.৪০ মিনিট। সাতমসজিদ রোড ধরে রিক্সা দিয়ে যাচ্ছে দুই পঁচিশোর্ধ যুবক। যাচ্ছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে ল্যাপটপ ঠিক করতে। ল্যাপটপটা রিক্সার বামে বসা যুবকের কোলের উপর রাখা।
রাস্তা ফাঁকা, ঝাকুনি নেই তাই শক্ত করে ধরাও নেই। ল্যাপটপের ব্যাগের ফিতাটা অল্প একটূ ঝুলছে পাশ দিয়ে। মেডিনোভা অতিক্রম করবে, এমন সময় ছোঁ। কিছু বুঝে উঠার আগেই দেখলো হাতে ল্যাপটপের ব্যাগটা নেই। পাশ দিয়ে যাওয়া দুই মোটর সাইকেল আরোহীর পিছনের জনের হাতে সেটা।
দ্রততম সময়ে পিছনের আরোহীটি ল্যাপটপটি কাঁধে ঝুলালো।
চিৎকার দিয়ে উঠলো “ছিনতাই ছিনতাই” বলে দুই রিকসা আরোহী। ততক্ষণে মোটর সাইকেলটি বিডিআর মোর পার হয়ে নিরুদ্দেশ। পিছু নেয়া হলো সিএনজি করে। কাজ হলোনা।
মোটর সাইকেলটির হদিশ পাওয়া সম্ভব হলো না। এতো দ্রুত গেলো যে পিছনের নাম্বারটিও নোট করতে পারলো না কেউ। ছিনতাই হয়ে গেলো ছেলেটির একমাত্র দামী সম্বল, ল্যাপটপটি। নিমিষেই।
ঘটনা দুই,
সময় গতকাল সন্ধ্যা ৭.৩০ মিনিট।
আবাহনী মাঠের সামনে দিয়ে রিকসা করে যাচ্ছে এক ত্রিশোর্ধ চাকুরিজীবি। রাস্তাঘাটে লোকজন কিছুটা কম কারন ঢাকার অস্থিরাবস্থা। তাকিয়ে মানুষ দেখছি রাস্তার, গাড়িঘোড়া দেখছি একটা বিল্ডিং এর পাঁচতলা থেকে। হঠাৎ নিচ থেকে জোরে চিৎকার। “ধর ধর”, “ল্যাপটপ ছিনতাই ধর ধর” বলে।
তাকিয়ে দেখি আগের সেই কাহিনীর পুনরাবৃত্তি। তবে এবার রিকসা আরোহী একা। এবার উনি দৌড় দিলেন মোটর সাইকেলের পিছু পিছু। মোটর সাইকেল ততক্ষণে স্টার কাবাবের সিগন্যালে। উনি সেখানে পৌছার আগেই সিগন্যাল ছেড়ে দিলো।
ল্যাপটপ নিয়ে ছিনতাই কারীরা পগারপার।
ঘটনা তিন,
এটা গত মাসের একটা ঘটনা। রাত দশটার দিকে রিকসা করে বাসায় ফিরছিলো ক্লান্ত যুবক। কানে মোবাইল, কথা বলছে হয়তো কারো সাথে। একই রকম ভাবে মোটর সাইকেলের পাশ দিয়ে চলে যাওয়া, একটা ছোঁ।
মোবাইলটা হাতবদল। ছিনতাই হয়ে গেলো যুবকের সাধের মোবাইল।
তিনটি ঘটনাই শুধু নয়, সাতমসজিদ রোড হয়ে পড়েছে এক ছিনতাই এর আখড়া। মোটর সাইকেলে করে, কারে করে কিংবা সরাসরি পায়ে হেটে পিছন থেকে ভাই ডেকে একটা ছুরি ঠেকিয়ে ছিনতাই হচ্ছে প্রায় প্রতিদিন। ধানমন্ডির মতো একটা আবাসিক কাম বানিজ্যিক এলাকায় বেশীরভাগ মধ্যবিত্ত মানুষের বাস।
এরকম একটই ঘটনাই পারে আপনার অনেক বড় বিপদ ঘটাতে। নিজে সতর্ক হোন, অপরকেও সতর্ক করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ধরনের যেকোন তথ্য দিয়ে সহায়তা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।