...প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! ১৪ মে ২০১২, রাত ০১.৩৮
ধানমণ্ডির ওই ঘটনা নিয়ে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের ফলপ্রসূ মিটিং থেকে বাসায় ফিরলাম। মিটিং-এ উপস্থিত কেউই নোংরা মানসিকতার ওই শিক্ষার্থীদের কারণে ইউল্যাবকে দোষ দিতে রাজি নন। বরং তারা ইউল্যাবকে আর দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই শ্রদ্ধার চোখে দেখেন। তবে একই সাথে তারা মনে করেন, বিকৃত মানসিকতার ওই ছেলেরা ইউল্যাবের শিক্ষার্থী হলে তাদের শাস্তির ব্যবস্থা ইউল্যাব কর্তৃপক্ষকেই করতে হবে। এবং তারা ইউল্যাবের শিক্ষার্থী না হলেও তদন্তের ভার ইউল্যাবকেই নিতে হবে।
কারণ কে বা কারা ইউল্যাবের স্টুডেন্ট পরিচয়ে ওই রাস্তায় নিয়মিত ছিনতাই ও ইভ টিজিং-এর ঘটনা ঘটিয়ে যাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব ইউল্যাবেরই।
মিটিং-এ সেদিন রাতের ভিকটিমদের একজন, আলোচিত সেই ব্লগটির লেখক ব্লগার 'সর্বনাশা'ও উপস্থিত ছিলেন। উপস্থিত হওয়ার আগে তিনি ইউল্যাব কর্তৃপক্ষের সঙ্গেও একটি মিটিং-এ অংশ নেন। সেই মিটিং-এ ব্লগার সর্বনাশা চারটি প্রস্তাব পেশ করেন। সংক্ষেপে প্রস্তাবনাগুলো হলো--
১. ইউল্যাব কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি করেছে বা করবে, তাতে অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্য থেকেও কয়েকজনকে রাখতে হবে।
২. অনলাইন অ্যাকটিভিস্টরা নিজেদের উদ্যোগে কোনো তদন্ত করতে চাইলে ইউল্যাব কর্তৃপক্ষ, তাদের শিক্ষার্থী কিংবা তাদের শুভাকাঙ্ক্ষী বা মনোনীত ব্যক্তিবর্গ তাতে কোনো প্রকার অসহযোগিতা বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না।
৩. ইউল্যাব কর্তৃপক্ষ কোনো প্রকার প্রভাবশালী মহল বা প্রশাসন কিংবা অন্য যেকোনো তৃতীয় শক্তি দ্বারা এই আন্দোলন প্রভাবিত ও ব্যাহত করতে পারবে না।
৪. প্রাইভেসি লঙ্ঘন করে ভিকটিমস থেকে শুরু করে অ্যাকটিভিস্টদের কারো পরিচয় কিংবা ন্যূনতম তথ্যও ইউল্যাব কর্তৃপক্ষ মূলধারার মিডিয়া বা অন্য কোথাও প্রকাশ করতে পারবে না।
অত্যন্ত আনন্দজনক ব্যাপার হচ্ছে, অনলাইন অ্যাকটিভিস্টদের মিটিং-এর শেষভাগে ইউল্যাব কর্তৃপক্ষ একটি এসএমএসের মাধ্যমে জানায়, তারা ব্লগার 'সর্বনাশা'র এই চার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছেন।
অনলাইন অ্যাকটিভিস্টরা ইউল্যাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
একই সঙ্গে তারা ইউল্যাবের শিক্ষার্থীদেরও এই আন্দোলনে পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করেছেন। কারণ এই আন্দোলন ইউল্যাবের বিরুদ্ধে নয়, ছাত্র নামধারী কিছু বিকৃত মানসিকতার কুলাঙ্গারের বিরুদ্ধে, ইভ টিজিং, নারী নির্যাতন ও সর্বোপরি মানুষকে অসম্মান করার বিরুদ্ধে।
আপডেট ও আরো বিস্তারিত ব্লগার সর্বনাশা'র ব্লগ থেকে জানা যাবে বলে আশা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।