আমাদের কথা খুঁজে নিন

   

গুলতেকিনের চোখে তখন জল...

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর ছবিঃ বিমানবন্দর থেকে বেরুচ্ছেন গুলতেকিন আহমেদ খান তখনো ভোরের আলো ফুটেনি। এমিরেটস এয়ারের ভোরের ফ্লাইটে মা গুলতেকিন আর বোন বিপাশার যুক্তরাষ্ট্র থেকে আগমন উপলক্ষ্যে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন হুমায়ূনের তিন সন্তান নোভা-শীলা-নুহাশ। এমিরেটস এয়ারলাইনের বিমান নির্ধারিত সময় সকাল ৮.২০ এ ল্যান্ড করলো। এরপর বিমানবন্দর থেকে বের হয়ে গুলতেকিন এবং আমেরিকায় বসবাসকারী হুমায়ূনের আরেক মেয়ে বিপাশা সোজা চলে যান বনানীর বাসায়। বাসায় গিয়ে সৃস্টি হয় এক আবেগগন পরিবেশ। নোভা-শীলা-নুহাশ মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদা শুরু করেন। অভিমানী-জেদী বলে পরিচিত গুলতেকিনও তখন কান্না থামিয়ে রাখতে পারেন নি। চোখ থেকে তখন অঝোর দাড়ায় গড়িয়ে পড়ছিল পানি। এই অশ্রু কিসের অশ্রু? জীবনের একমাত্র ভালোবাসার পুরুষটির এভাবে বিদায়ের জন্য কি?  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।