আমি কেমন আমার চাইতে আমার পরিচিত মানুষগুলো ভাল বলতে পারবে । পৃথিবীর সবাই সত্য ও সুন্দর পথে চলুক । বছর ১০ আগের কথা । আমি তখন নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম । গ্রামে তখন বিদ্যুৎ সুবিধা ছিল না ।
বিকালে গ্রামের বাজারে গেলাম সময় কাটানোর জন্য । বাজার নানা বাড়ি থেকে প্রায় মাইল ২ দূরে হবে। কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না । আস্তে আস্তে অন্ধকার বাড়তে লাগলো রাত বাড়ার কারনে । বাড়ি ফেরার কথা মনে হতেই বুজলাম টর্চ লাইট আনতে ভুলে গিয়েছি ।
নানা বাড়ি যাওয়ার রাস্তা পুরোটারি ঘন অন্ধকার প্রচুর গাছ রাস্তার দুপাশে এবং বিদ্যুৎ সুবিধা না থাকার কারনে । ওই সময় আকাশে তাকিয়ে দেখলাম ভরা পূর্ণিমা তাই সিদ্ধান্ত নিলাম একা টর্চ লাইট ছাড়াই বাড়িতে ফেরার । কিছু দূর যাওয়ার পর একটা অদ্ভু্ত জিনিস দেখে অবাক হলাম কারন রাস্তায় তখন আমি ছাড়া অন্য কেউ ছিলনা এবং রাস্তা ছিল একদম নিরব । কিছুক্ষন ওইটা দেখা যাচ্ছে আবার একটু পরে আর দেখা যাচ্ছে না । প্রথমে মনে হল মানুষ কিন্তু একটু পরে বুঝলাম মানুষ হলে তো হাঁটার শব্দ হত কিন্তু কোন শব্দ হচ্ছে না ।
আমি ওই দিন কাল শার্ট , কাল প্যান্ট, কাল ক্যাপ এবং কাল জুতো পরেছিলাম । প্রথমে কিছুটা ঘাবড়ে গেলাম । এর পর সিদ্ধান্ত নিলাম আমার সামনের ওটা কি আমাকে দেখতেই হবে আমি জোরে হাঁটা শুরু করলাম । কিন্তু আমি যতই সামনে যাই ওইটা তত দূরে সরে যায় । একটু দেখতে পাই আবার একটু পরে নাই ।
এভাবে একপর্যায়ে আমি ওইটাকে ধরার জন্য হাটার গতি আরও বাড়িয়ে দিলাম কিন্তু নাগাল পেলাম না । একসময় দেখলাম নানাবাড়ির খুব কাছে চলে এসেছি তাই জোরে দৌড় দিলাম দেখার জন্য ব্যাপারটা কি । যেই আমি তার সামনে গেলাম জোরে একটা চিৎকার শুনলাম । আসলে অই লোকটাও বাজার থেকে বাড়ি ফিরছিল সে আমাকে দেখে ভয় পেয়ে জোরে হাঁটছিল যেহেতু তার পায়ে জুতো ছিল না তাই কোন শব্দ হচ্ছিল না । যখন গাছের মধ্য দিয়ে পূর্ণিমার আলো আসছিল তখন তাকে দেখতে পেয়েছি আবার অন্ধকারে অদৃশ্য হয়ে যাচ্ছিল ।
আমার উচ্চতা বেশী এবং কালো পোশাকের কারনে লোকটা বিভ্রান্ত হয়ে ভয় পেয়ে জোরে হাঁটছিল । শেষপর্যন্ত যখন আমি তার সামনে চলে আসলাম সে ভয়-এ চিৎকার দিয়েছিল । আর আমি তাকে দেখে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।