আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর কোরিয়ার নতুন নেতা বিবাহিত : ফুটেজে প্রকাশিত নারীই তার স্ত্রী

উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং-উন বিবাহিত বলে আজ (বুধবার) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কিম ও তার স্ত্রী রি সোল-জু রাজধানী পিয়ংইয়ং-এর একটি বিনোদন পার্ক স্থাপনের কাজ সমাপ্তির একটি অনুষ্ঠানে একত্রে যোগ দিয়েছেন। উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশন জানায়, "মার্শাল কিম জং-উন তার স্ত্রী কমরেড রি সোল-জু'কে নিয়ে নুংরা বিনোদন পার্ক উদ্বোধন করেছেন। " দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিমের পাশে যে মহিলার ছবি প্রকাশিত হয়েছে, তিনিই সম্ভবতঃ রি সোল-জু। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে সুন্দরী ও বুদ্ধিদীপ্ত এক নারীকে কিমের পাশে দেখা যাওয়ার পর তার পরিচয় নিয়ে ব্যাপক জল্পনা চলছিল।

গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইল মারা যাওয়ার পর পরমাণু অস্ত্রধর দেশটির নতুন নেতা হিসেবে তার ছোট ছেলে কিম জং-উন আত্মপ্রকাশ করেন। তবে তার আগে বা পরে কিম জং-উনের ব্যক্তিগত জীবন নিয়ে কোন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়নি। গত ৫ জুলাই আলোচিত নারীকে পিয়ংইয়ং-এর একটি কনসার্টে কিমের পাশে প্রথম দেখা যায়। এরপর গত ৮ জুলাই কিমের পরলোকগত পিতামহ কিম ইল-সাঙের সমাধিসৌধে তাকে আরেকবার কিমের সঙ্গে দেখা গেছে। পরবর্তীতে গত ২৪ জুলাই একটি কিন্ডারগার্ডেন সফরের সময় উত্তর কোরিয়ার নতুন নেতার সঙ্গে ওই নারীর ভিডিও ফুটেজ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

এ সময় যখন কিম এবং ওই নারী শিশুদের সঙ্গে হাস্যরসে মেতে ওঠেন, তখন বাকি কর্মকর্তারা তাদের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখছিলেন। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.