আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রশ্নের উত্তর খুঁজি, উত্তর মেলেনা!!!

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

একটা প্রশ্ন বেশ কিছুদিন যাবৎ আমার এই ছোট্ট মাথার মধ্যে অনবর্ত ঘুরপাক খেয়ে চলেছে। কিছুতেই আমি সেটা আমার অনুর্বর মস্তিস্ক থেকে অনুধাবন করতে পারছিনা। এখনো পর্যন্ত কোনো সমাধান না পাওয়ায় আজ বাধ্য হলাম ব্লগের মাধ্যমে সে প্রশ্নের উত্তর খুঁজে পাবার চেষ্টা করার। সু-প্রিয় ব্লগার বন্ধুরা দয়া করে যদি আমার এই কৌতুহলমুলক প্রশ্নের সমাধানটা আপনাদের মাধ্যমে পায় তাহলে বড়ই প্রশান্তি প্রাপ্ত হব। আমাদের মহান মুক্তিযুদ্ধের মহানায়কদের মধ্যে অন্যতম একজন প্রয়াত রাষ্ট্রপতি মরহুম(শহীদ) জিয়াউর রহমান।

জানামতে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান,পাকিস্তান সেনাবাহিনীর মেজর পদাধিকারী থেকে মুক্তিযুধ্যের সেক্টর কমান্ডার-উপসেনাধিনায়ক--তৎপরে সেনা প্রধান এবং সর্বশেষ রাষ্ট্রপতি। বর্নাঢ্য জীবণী তাঁর-শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয় তাঁকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আসতে হয়েছিল। তাঁর অকাল প্রয়ানে দলের নেতা কর্মিদের চাওয়া পাওয়া আর অনুরোধের মাধ্যমে নিতান্তই ঘরমুখী গৃহবধু বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন এবং দলকে সু-সংগঠিত করে কয়েকবার দলকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেন, ম্যাডাম জিয়া দেশের জনগনের অকুন্ঠ ভালোবাসা আর জিয়াউর রহমানের কীর্তিকে পুঁজি করে দুবার (মতান্তরে ৩বার) বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। তিনি প্রধানমন্ত্রী হয়ে তাঁর ভাই বোন ভাগ্না ভাগ্নি আর ছেলেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের কেও মন্ত্রী কেও এম পি আবার কেও হয়েছেন শিল্পপতি ব্যাবসায়ী।

আমার প্রশ্ন হচ্ছে--------সব কিছুই তো পেলেন বেগম জিয়ার ভাই বোন আর ভাগ্না-ছেলেরা! যে জিয়ার নাম ভাঙ্গিয়ে চলছে বি এন পি, যে জিয়ার আদর্শ নিয়ে নিয়ে চলে নিরন্ত মাতামাতি...যে জিয়া ছাড়া বি এন পি;র নেই কোনো অহংকার করার মত কোনো মুলধ্বন, সেই জিয়াউর রহমান এর বাব চাচা ভাই বোন----মানে ম্যাডাম জিয়ার শ্বশুর দেবর ননদ, অথবা জিয়ার ভাতিজা-ভাতিজি,ভাগ্না-ভাগ্নি কিম্বা অন্যান্য আত্মীয়-স্বজনদের কেও কি নেই?? আমরা কেনো তাদের কারো কোনো খোঁজ খবর পাই না? জিয়া পরিবার কি শুধু কি তাঁর শ্বশুর কুলকে নিয়ে? যে জিয়ার আদর্শের কথা বলা হয় সে জিয়ার বাবা চাচা ভাই বোনদের কেও কি জীবিত নেই?? বি এন পি'র কোনো নেতার মুখেও কেনো কখনো জিয়া পরিবারের সদস্যদের কথা শুনতে পাওয়া যায় না?? কি রহস্য আছে এর মধ্যে?? জিয়াউর রহমানের জন্ম বার্ষিকি-মৃত্যুবার্ষিকি পালন করা হয়,কিন্তু কেনো তাঁর পিতৃভিটায় একটা মিলাদ ও দেয়া হয় না?? ম্যাডাম জিয়া সরকারে থেকে হোক আর না থেকে হোক,বহুবার বগুড়া সফরে গিয়ে থাকেন-তাঁকে কেনো একবারও স্বামীর ভিটায় যেতা দেখা যায় না?তারেক রহমান অনেকবার বগুড়াতে গেছেন,তাঁর রাজনীতিও বগুড়া কেন্দ্রিক,সেই তারেক রহমানও কেনো একটিবারের জন্যও বাবা-দাদার জন্মভিটায় যাননা??এ রকম হাজারো অবহেলা দেখা যায় জিয়াউর রহমানের নিজ পরিবারের ক্ষেত্রে। অথচ ভিন্নরুপ ম্যাডাম জিয়ার পিতৃকুল-মাতৃকুল দুকুলে। তবে কি আমরা ধরে নেব-------অন্যসব কিছুর মতই জিয়াউর রহমানও খালেদা জিয়া আর তাঁর সন্তানদের মাধ্যমে দখল হয়ে গেছেন??? আমরা এখন রাজপথে লাশ নিয়ে মিছিল করে রাজনৈতিক ফায়দা লুটতে দেখি...জিয়াউর রহমান ও কি সে কাতারে সামিল?? উত্তর মেলে না! পরিবার তন্ত্রের কথা যদি বলি--তাহলে কোথায় জিয়া পরিবার?? সেখানে কি শুধুই খালেদা জিয়া,তারেক-আরাফাত?? এর বাইরে কি একটি সদস্যও জিয়া পরিবারে নেই?????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.