আমার একটা প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন?
সঠিক উত্তর টা পেলে মনে খুব শান্তি পেতাম।
আমি যখন ক্লাস থ্রি তে পড়ি,তখন আমি ১২টি সুরা (সম্ভাবত) আর নামাজের জন্য কিছু প্রয়োজনিয় দোয়া মুথস্থ করি। এর বেশি আমার তেমন আর কিছু মুখস্ত করা হয়নি।
আমি এম বি এ শেষ করছি। বর্তমানে আমার বয়স ২৫ বছর।
তারমানে আমি সূরা ও দোয়াগুলো প্রায় ১৩-১৪ বছর আগে মুথস্ত করেছি।
আমি এম বি এ ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষাগুলো ভালই দিয়েছিলাম কারন আমার পিপারেশন ভাল ছিল। কিন্তু সমস্যাটা হল এখন আমার ভালভাবে কিছুই মনে পড়ছেনা। আমি গতকাল নিউজপেপার টা ভাল করে পড়ছিলাম কিন্তু আমার এখন তেমন কিছু মনে পড়ছেনা।
আজ বিকালে আমি আমার বাড়ির দলিল পত্র পড়ছিলাম। কিন্তু আমার তেমন কিছু এই মুহুত্বে মনে পড়ছেনা।
আমি যখনই এই দোয়া বা সূরাগুলো বলি বা পড়ি তখন খুব সুস্পষ্ট ভাবেই পড়তে পাড়ি। এতে আমার কোনরকম সমস্যা হয়না। এখন আমার প্রশ্ন হল-
আমি আমার মাতৃভাষায় কোন কিছু পড়েও তেমন কিছু মনে রাখতে পাড়ছিনা কিন্তু একটি ভিনদেশী ভাষাকে আমি ১৩-১৪ বছর পড়ে ও মনে রাখছি কি করে?
(আমি ১৩-১৪ বছরে ও নামাজের জন্য প্রয়োজনিয় দোয়া গুলোর উপরে তেমন চর্চাও করিনি)
(দয়াকরে কোন ইসলামী ব্যাখ্যা দেবেননা কারন আমি ইসলামী ব্যাখ্যাগুলো অনেকবার শুনছি।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।