ব্লগিং শুরু করলাম
১। তিনি যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি না হোন তাহলে সেটা কে?
২। সবচেয়ে বড় জানাজা কার মৃত্যুর পরে হয়েছিলো?
৩। জানাজার হিসাবে কি কে বড় সেটা নির্ধারণ হবে?
৪। এক পোস্টে "ফুরব" নামের একজন বলেছেন "শেখ মুজিব কে যেদিন স্ব পরিবারে হত্যা করা হয় তার পরদিন বাংলাদেশের আপামর জনতা সস্থির নিঃশ্বাস ফেলেছিল আর বলেছিল ক্ষুদে হিটলারের পতন হয়েছে। ঢাকার রাজপথে আনন্দ মিছিল বের করেছিল জনতা। শেখ মুজিবের সুনাম করার মত একজন লোক ও ছিল না বাংলাদেশে।" এই কথা কি ঠিক?
৫। তিনি কি একটা ইসলামী রাষ্ট্র ভেঙ্গেছেন? নাকি যারা মার খাচ্ছিলো এবং যারা ভবিষ্যতে (মানে বর্তমানে) আরো মার খেতো, পদে পাকিস্তানিদের নিচে থাকতো, ঠকতো তাদের উদ্ধার করেছেন? এই রকম একটা "ইসলামি" রাস্ট্রের সাথে আজ আমরা থাকলে কি ভালো হতো? নাকি আলাদা আছি তাই ভালো আছি?
এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা খুবই প্রয়োজন, উত্তর দিলে খুশি হবো।
ফেসবুকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।