আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার তালা চাবি : ১টি ছবি ব্লগ (ফ্রাঙ্কফুর্ট -২)

লেম্পপোষ্ট এর বাতি নিভে দিয়ে, জ্বালাতে পারি কৃষ্ণচূড়ায় আগুন ভালোবাসা প্রকাশের হাজারো ভাষা আছে। যে যেভাবে পারে তার ভালোবাসার প্রকাশ করে। গাছের বাঁকল কেটে, দেয়ালে এঁকে, হাত কেটে কতো রকম। জার্মানির ফ্রাঙ্কফুর্ট এ আছে তেমন একটা সেতু। ভালবাসার সেতু। প্রেমিক প্রেমিকারা তাদের মনের মানুষের নাম তালায় লিখে তা সেতুটির দুই পাশে ঝুলিয়ে রেখেছে। এমন ও তালা পেয়েছি বাচ্চা এর জন্য ছোট্ট একটি তালা আটকিয়ে দিয়েছে। ফ্রাঙ্কফুর্ট ভ্রমণে গেলে অবশ্যই দেখে আসবেন। ভালবাসার সেতু The Eiserner Steg (Iron Bridge) মনে মনে আপনিও একটা তালা লাগান আপনার প্রিয় মানুষটির জন্য। কিছু ছবি, ফ্রাঙ্কফুর্ট এর পথে : ১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.