সেই ভালবাসা হারিয়েছে বনান্তরে সেই ভালবাসা একলা পাখি উরে সেই ভালবাসা ছেঁড়া সিন্ধু ডাকে সেই একা এক ডাহুকের বুকে বুকে সেই ঘুড়িয়াল সুরে সুরে। আমি আজও গান গাই। সেই ভালবাসা ভাতের অক্ষরে লিখা তরংগে বসবাস সেই ভালবাসা আকাশ ছোব বলে সপ্নের কারাবাস। সেই ভালবাসা বদলের প্রেমে পরে সেই ভালবাসা শুন্য ঘরে ফিরে সেই ঘুড়িয়াল সুরে সুরে। আমি আজও গান গাই। সেই ভালবাসা মগ্ন কুয়াসায় ডুবেছে শহর সেই ভালবাসা বন্দি বিষন্ন গায়কী প্রহর। সেই ভালবাসা আগুন ভালবেসে সেই ভালবাসা শুন্য ঘরে ফিরে সেই ঘুড়িয়াল সুরে সুরে। আমি আজও গান গাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।