আমাদের কথা খুঁজে নিন

   

অসাম্প্রদায়ীক ও ধর্মনিরপেক্ষতার ব্যাখা কি? আর মুক্তমনা কাকে বলে?

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বর্তমানে আমাদের সমাজে বুদ্ধিজীবি মহলে তিনটি শব্দ খুব বেশি উচ্চারিত হতে দেখা যায়। শব্দ তিনটি হলো; অসাম্প্রদায়ীক, ধর্মনিরপেক্ষতা, ও মুক্তমনা। সমাজ ব্যবস্থার আদি ইতিহাস ঘাটলে দেখা যায় এক সময় মানুষ বসবাস করতো গোত্রভুক্ত হয়ে। তারই ধারাবাহিকতায় ধীরে ধীরে ভিন্ন গোত্রের সমষ্টিতে গড়ে উঠে সমাজ বা রাষ্ট্র।

পৃথিবীতে সংখ্যার দিক দিয়ে দেখা যায় সিংহ ভাগ মানুষই কোন না কোন ধর্মে বিশ্বাসী। এখন প্রশ্ন হলো কোন ধর্মে বিশ্বাসী একজন মানুষ কি করে ধর্মনিপেক্ষ হয়? তা কি আদৌ সম্ভব, না এটা একটি ভাওতাবাজী? অসাম্প্রদায়ীক শব্দটা নিজের বেলায় কতটুক গ্রহনযোগ্য? আমি যখন দাবী করি আমি একজন মুসলিম ও বাঙালী। ধর্ম বিশ্বাসের কারনে পৃথিবীর সকল মুসলমান একই সম্প্রদায়ে কিন্তু আমি যখন আমার বাঙালী পরিচয় বহন করি তখন কি আমি আর অসাম্প্রদায়ীক থাকতে পারি? আমাদের সমাজে আজ মুক্তমনা বুঝাতে গিয়ে এর ধারক বাহকগন যে কর্ম গুলো করেন তা কি মুক্তমনা না বেহায়াপনা? মুক্তমনা-শব্দগত অর্থের দিকে গেলে দাড়ায় মুক্ত চিন্তা । যার মানে দাড়ায় আপনি কোন আইনের মধ্যে আবদ্ধ নন। যখন কেউ একাকী অবস্থান করে তখন সেই মুক্তভাবে থা্কতে পারে বা মুক্তভাবে চিন্তা করতে পারে কিন্তু সমাজে বসবাস করতে হলে সেই সমাজের নিয়ম কানুন, কৃষ্টি-কালচার মেনে চলতে হয় ।

যে দেশে বসবাস করি সে দেশের আইন-কানুন মেনে চলতে হয় তাহলে সে মুক্তমনা হল কিভাবে ? ইদানিং বারবার কেন যেন মনে হয় খেই হারিয়ে ফেলছি আমরা এই তিনটি শব্দজটে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।