একটা গল্প বলি। গল্পটা স্কুলে পড়ার সময় আমাদের এক স্যার বলেছিলেন। তো সেটা হচ্ছে অনেক অনেক কাল আগেকার কাহিনী। কোন এক দেশের কথা বলা হচ্ছে(আমার স্মৃতিশক্তি খুব একটা ভাল না তাই দেশের নাম মনে নেই )। তো সেই দেশে ছিল অনেক দুষ্ট বালক।
তারা প্রায়ই মাঠে খেলত। এক বিশেষ দিন তারা যখন খেলছিল তখন আকাশ থেকে হঠাৎ করে একটা আপেল পড়ল। আর সেই আপেল নিয়ে শুরু হল কাড়াকাড়ি,কে কার আগে সেটা নিতে পারে তা নিয়ে শুরু হল ঝগড়া। তখন তাদের মধ্যে বুদ্ধিমান গোছের একজন বল্ল,"আমাদের মধ্যে যে মিথ্যা কথা বলে সে এই আপেল পাবে। "যেই তার কথা শেষ হল সেই তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হল।
এবার সবাই নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠেপড়ে লাগল। ঠিক একই সময় এক মধ্যবয়েসি লোক সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল। বালকদের কথা শুনে সে তাদের দিকে এগিয়ে আসল আর সব জানতে চাইল। তাকে সব বোঝানোর পর সে মুখে সাধু সাধু একটা ভাব এনে বলল,"এখানে এত মিথ্যা!কই আমিতো কখনও মিথ্যা কথা বলি নাই। " মধ্যবয়েসীর এমন কথা শুনে বালকরা তাকে আপেলটা দিয়ে দিল।
আসলে আমরা নিজেদের মান বাড়াতে গিয়ে অনেক সময় এমন কিছু কথা বলি যেগুলো আমাদের মান তো বাড়ায়ই না বরং কমায়। আমি কাউকে উপদেশ জাতীয় কিছু দিচ্ছি না। সেতা আমার ধাঁচে নাই। শুধুমাত্র আনন্দ নিয়েই লেখাটা লিখলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।