আমাদের কথা খুঁজে নিন

   

Real Man of The Day

দক্ষিণ আফ্রিকা ইনিংসে জামিল মাত্র ১৯ রানে ৫ উইকেট শিকার করার পর ম্যান অব দ্য ম্যাচের জন্য দ্বিতীয় কোনো তারকার দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন ছিল না বিচারকদের। কিন্তু জয়-পরাজয়ের হিসাবটা সামনে না রেখেই ম্যাচ সেরার পুরস্কার নিয়ে চিন্তা করাটা ছিল বোকামি। দক্ষিণ আফ্রিকাকে পরাজয়ের অাঁচ দিতে পারলেও শেষ পর্যন্ত জয়টা গেছে প্রোটিয়াসদের ঝুলিতেই। জয়-পরাজয়টাই আহসান মালিকের ম্যাচ সেরার পুরস্কারের পথে বাঁধা হয়ে দাঁড়াল। এক উইকেট কম পেলেও ইমরান তাহিরের বোলিংকেও ছোট করার কিছু নেই।

৮ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে নেদারল্যান্ড। পরাজয়টা মাত্র ৬ রানের। ভিন্ন কিছু হতেও তো পারত। তবে এই পথে শক্ত বাঁধ দিয়েছিলেন ইমরান তাহিরই। ওয়েসলি বেরেসি, পিটার বোরেন, টম কুপার এবং পিটার সিলারের উইকেট শিকার করে জয়ের পথটা সহজগম্য করেছিলেন ইমরান তাহির।

২১ রানে ৪ উইকেট নিয়ে আহসান মালিকের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও দলকে জয় উপহার দেওয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছেন তিনিই। ইমরান তাহির টি-২০ বিশ্বকাপে এরই মধ্যে ৯ উইকেট শিকার করেছেন। জামিল (১২ উইকেট) শীর্ষে অবস্থান করছেন। দ্বিতীয় স্থানেই রয়েছেন ইমরান তাহির।

 



সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।