আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমালাপ- সমুদ্র রোমন্থন ২

ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে একটা সময় অনেক কাছ থেকে প্রজাপতির ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেতাম। একটা পৃথিবী আমার ছিল যে পৃথিবীতে অনেক ফুলের রঙ ছিল, বৃষ্টির ছোঁয়া ছিল আর শীতের কোমলতা ছিল অনেক কাছাকাছি। যেমন ছিলাম আমি আর তুমি। একটা সময় ছিল যখন আমরা পাসাপাশি হেঁটেছি অনেকক্ষণ, বহুদুরের পথে। হউকনা সেটা ছিল কোন ব্যস্ত ফুটপাথ, শহরের নোংরা কোন ফুট ওভারব্রিজ।

অনেক কাছাকাছি ছিলাম, মন থেকে। অযথাই ঘুরাঘুরি, মুক্ত আকাশে নাটাই ছাড়া ঘুড়ি, মার্কেটে হাঁটাহাঁটি, একটু ঝালমুড়ি। টং দোকান থেকে এক কাপ চা খেতেও কোন আপত্তি ছিলনা তখন। অনেক মানুষের মাঝে থেকেও আমরা অনেক কাছাকাছি ছিলাম। সারাক্ষণ মাথায় ঘুরত একটা উৎসব, আর এর উপল্যক্ষ করে তৈরি হতো সারাদিন তোমার আর আমার স্বাধীন ঘুরে বেড়ানো ।

তখন বড্ড টাকার সংকট থাকতো। তোমার জমানো আর আমার জমানো টাকা সে দিন স্বাচ্ছল্ল এনে দিত । স্বপ্ন যেন বেড়েই চলেছে। এখন আমরা নিজেরা অনেক সচ্ছল। আমাদের পৃথিবী আজ অনেক বড়।

আমরা আজ অনেক পাশাপাশি। কিন্তু আমাদের সেই কাছাকাছি আমরা আজ কোথায়? নিজেদের কাছের মুহূর্তগুলো চেনাজানা সময়ের সাথে ফেরারি হয়ে কোথায় যে চলে গেছে। কথা ছিল হেঁটে যাবো ছায়াপথ, এখন হাতধরে দু’পা যাওয়ার সময়টুকুও চুরি হয়ে গেছে বাস্তবতার ব্যস্ততার সাথে। বয়স সতের ছিল যখন ছিলাম কাছাকাছি, এখন না হয় সাতাশ হলো। তবুও স্বপ্ন দেখি; স্বপ্ন দেখি একটা সমুদ্র রোমন্থনের।

স্বপ্ন তুমি অপেক্ষা করো তোমায় নিয়ে সমুদ্র দেখতে যাবো; চোখ জোরানো রাশি রাশি জল তরঙ্গের মাঝে উত্তাল ভালোবাসা ছুঁয়ে যাবে আমাদের। শহুরের ব্যস্ততা থেকে ছুটি নিয়েছি ছুটি নিয়েছি যান্ত্রিক কোলাহল থেকে, রাশি রাশি অদ্ভুত বালুকণায় পা ভেজাবো বলে- কালোধোঁয়ার মায়াজাল থেকে ছুটি নিয়েছি। গোধূলির রঙে তোমায় রাঙাবো বলে- শহুরে লোডশেডিংকে ছুটি দিয়ে আমাদের অপেক্ষায় আছে ভরা পূর্ণিমার চাঁদ। ---আর ও কতো কি......! সেই প্রিয় নোনতা স্বাদ! আর কিছু আহ্লাদ... স্বপ্ন তুমি অপেক্ষা করো তোমায় নিয়ে সমুদ্র দেখতে যাবো; ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।