আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর সাথে মির্জা ফখরুলের প্রেমালাপ এবং আমার কয়েকটি প্রশ্ন



প্রথম আলো: শাহবাগের পরেও এ কথা? মির্জা ফখরুল: সাধারণ মানুষের মধ্যে শাহবাগ তেমন প্রভাব ফেলেনি, এটাই বাস্তবতা। আপনি আজকের ভিয়েতনামের দিকে তাকান। নয় বছর ধরে ভিয়েতনামে যুদ্ধ করেছে আমেরিকা। কিন্তু আজ সেখানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চলছে না। বরং আমেরিকাকে সঙ্গে নিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

আজ দারিদ্র্য ও অনুন্নয়নকে অগ্রাধিকারের জায়গায় রাখতে হবে। কিন্তু অতীতকাতর থাকলে এই বিষয় অগ্রাধিকার পাবে না। মনোযোগের বাইরে চলে যাবে। শুধু তাত্ত্বিক হলে চলবে না, আপনাকে বাস্তবসম্মত হতে হবে। গান্ধীজিকে যারা হত্যা করেছিল, তাদের দল কিন্তু অনেক সময় ভারতে সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে।

তার মানে কি এই যে তারা কেউ ভারতের পক্ষে নয়, বিপক্ষে? এইচ এম শাহরিয়ার প্রান্ত: আমেরিকা আর পাকিস্তান বা জামায়েত ই ইসলাম কী এক হলো? আপনি কী পাকিস্তান কে বাংলাদেশ এর থেকে বড় শক্তি মনে করেন? গান্ধীকে যারা হত্যা করেছে তারা কী তাদের দেশের মিলিটারী কে ব্যবহার করে ক্ষমতায় এসেছে? গান্ধীকে যারা হত্যা করেছে বলতে কাদের কথা বলছেন? আমেরিকা কে নিয়ে ভিয়েত্‍নাম আগানোর চেষ্টা করছে এই তথ্য কই পেলেন? মির্জা ফখরুল/ বি এন পি এর কোনও সমর্থক/ সুশীল সমাজ/ প্রথম আলো/ আমার দেশ : ???????????????????????????????????????????????? এই প্রশ্নগুলোর জবাব পেতে ইচ্ছা করছে। এই প্রশ্নগুলোর জবাব ২/৩ বছর আগে হলে আমার প্রয়োজন হতো না, মির্জা ফখরুল সাহেব আমি আপনার জন্য চিন্তিত না, আপনার দলের বা প্রথম আলোর মহান প্ল্যান নিয়ে আমার মাথা ব্যাথা নেই, আমি কয়েকজন তরুণ কে চিনি যারা আমার ব্যক্তিগতমতে ভালো মানুষ এবং সুস্থ রাজনীতির চর্চা করে। তারা বি এন পি করে এবং তারা আপনার উত্তরে লজ্জায়, কষ্টে হতভম্ব হয়ে গেছে। আপনার লজ্জা হওয়া উচিত ( যদিও ওই বস্তুটি আপনার নাই বলেই আমার ধারণা )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.