আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচতে চায়, একজন সি এন জি চালক

আমারও লিখার অধিকার আছে......... সি এন জি চালক, নাম মো. রফিক। থাকে খিলগাঁও। ৮ মাস আগে একটা এক্সিডেন্টে তার বা হাতের ঠিক কনুই এর উপরের হাড়ের মাঝ থেকে ভেঙ্গে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি সময় মত। যার জন্য ঘুরেছে ফকির-কবিরাজের দারে দারে।

তার উপার্জনের একমাত্র পথ ছিল তার এই সি এন জি চালানো, যেটা কিনা তার সংসারও চালাতো। তার ভাঙ্গা হাতে কোন মালিক তাকে সি এন জি দেয়নি। যার কারনে রফিক মিয়া সংসার নামক মহাসাগরে হাবুডুবু খায় দীর্ঘ ৮ মাস। অবশেষে এক মালিককে রাজী করায় । আবার নেমে পরে রাজপথে।

তবে আমি যেটা দেখলাম, এভাবে সি এন জি চালালে যে কোন সময় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে রফিক মিয়া গিয়েছিল ঢাকা পঙ্গু হাস্পাতালে। অধ্যাপক তার অবস্থা শুনে তার অপারেশনের ব্যবস্থা ফ্রি করবে বলে কথা দিয়েছে। তবে তার চিকিৎসা ও ঔশুধ বাবদ ৩০,০০০ টাকা খরচ হবে বলে বলেছেন, যা তার জন্য কখনই একার পক্ষে জোগাড় করা সম্ভব না। রফিক মিয়া গিয়েছিল বি.এন.পি’র কার্যালয়ে, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে খালি হাতে। গিয়েছিল আওয়ামিলীগ কার্যালয়ে, সেখানেও তার প্রাপ্য শূন্য।

কথা গুল বলতে বলতেই চোখের পানি লুকাল রফিক মিয়া। আমার সাহায্যের পরিধি ছিল সীমিত। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যার কাছে এই ৩০,০০০ টাকা কোন ব্যপারই না। একজন না পারুক, অন্তত সবাই মিলে চাইলে হয়তোবা কিছু করা সম্ভব। যদি কেউ চান, এই পবিত্র রমজান মাসে তাকে অন্তত কিছু সাহায্য করতে পারেন।

যোগাযোগ- রফিক মিয়া। মোবাইল নং-০১৭৩৫৩৫৮৩৩১. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।