শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
ছোট্র জীবনের ঝাকায়
সাজানো ছিল সুখ-দুঃখ,
জীবন চলার পথে
সুখ গুলো প্রায় হারিয়ে গেছে
অসংখ্য দুঃখের মাঝে,
হাতে গোনা কতগুলো সুখ
তা আজ যাচ্ছে হাড়িয়ে।
ঘুনে ধরেছে সুখ গুলোতে
দিন নেই আর রাত নেই,
ঘড়ির কাটার মত
কেটে চলছে কুট কুট করে
কখনো বিরতি নেই।
সুখের বিহনে আজ জীবন বৃথা,
আজ সুখ শূন্যতায় জীবন
পা দিয়েছে মরন পথে
কোন কিছুতে সুখ নেই,
সুখের পিছু ছুটে,আজ মন অস্থির,
তাই বলছি
তোমাদের মাঝে,আমার যদি সুখ থাকে
তা আজ ফিরিয়ে দাও
একটু সুখ নিয়ে............
একটু বাঁচতে দাও।।একটু সখ দাও..................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।