আমাদের কথা খুঁজে নিন

   

পিসি তে গুগল প্লে স্টোরের এপ্স ডাউনলোড(এন্ড্রয়েড এপ্স) টেকি পোস্ট হইতারে

নতুন ঠিকানাঃ http://amarlekhoni.blogspot.com/ এন্ড্রয়েড এপ আপনার পিসি তে ডাউনলোড করুন( অবশ্যই প্লে স্টোর থেকে) পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে। অনেকেই এন্ডু ফোনে নেট ইউজ করেন না, পিসি তে নেট চালানোর কারনে। আমিও সেইম অনেকটা । ডাউনলোডের পর এপ গুলা যে কোন এন্ড্রয়েড এনাবল ফোনে ইন্সটল করা যাবে। অনেকটা সিম্বিয়ান এর .sis ফাইলের মত।

আপনার যা যা লাগবেঃ ১- একটি কম্পিউটার ২- ইন্টারনেট কানেকশন ৩- গুগল প্লে স্টোর এর আইডি ৪- এন্ড্রয়েড ডিভাইস আইডি ৫- গুগল ক্রোম(ব্যবহার না করলে জলদি ডাউনলোডান) স্টেপ ১- গুগল ক্রোম চালু করুন । তারপর এপিকে ডাউনলোডার এক্সটেনশন টি তাদের ডেভেলপার সাইট থেকে নামান এবং ইন্সটলান লিংকঃ আপনি ইনস্টল এ ক্লিক করার সাথে সাথে একটি নতুন ট্যাব দেখতে পাবেন। এইরকমঃ পরীক্ষার ফরম ফিলাপের মত ফরম পূরণ করুন (হাতে না, কিবোর্ড দিয়ে ) হুম। এতক্ষনে বুঝতে পারছেন যে আপনি একটা বিশাল ধরা খেয়ে গেছেন আমার পোস্ট এ এসে। ধরাটা হল আপনি তো আপনার এন্ডু ফোনের ডিভাইস আইডি জানেন না ।

নো চিন্তা । আমি যখন আছি আপনাকে আর আটকায় কে? হ্যাঁ । স্টেপ ৩ আপনারই জন্য (খারান আগে স্টেপ ২ পইড়া লন ) স্টেপ ২- নতুন একটি ক্রোম শর্টকাট তৈরি করুন। ভাবছেন, এম্নেই ক্রোম দেখবার পারিনা আবার এই বেটা কয় নতুন শর্টকাট ? কিছু পেতে হলে কিছু খোয়াতে হয়। নতুন ক্রোম শর্টকাট এ যান।

মাউস এর রাইট বাটন ক্লিক করে প্রোপারটিজ এ যান। অইখানের টার্গেট ফিল্ডে chrome.exe. লেখাটার পরে একটা স্পেস দিয়ে –ignore-certificate-errors লেখাটা লিখে দিন। এরকম ভাবেঃ chrome.exe --ignore-certificate-errors স্ক্রীনশট বাকি সব কাজ নতুন শর্টকাটে । স্টেপ ৩- আপনার এন্ডু ফোনের ডায়ালার ওপেন করুন। এবং ডায়াল করুন (ভয় পাবেন না, আমাকে কল করার জন্য বলছি না ) *#*#৮২৫৫#*#* (বাংলায় না কিন্তু ) ।

ডিভাইস আইডি পাবেন। Device ID:android- এর পরের অংশ টুকু ডিভাইস আইডি । যদি আপনার কাছে এই সিস্টেম ঝামেলার মনে হয় তাহলে আপনার জন্য আছে সেকেন্ড অপশনআপনি একটু কস্ট করে এন্ড্রয়েড মার্কেট থেকে ডিভাইস আইডি এপ টা ইন্সটলান। আমি নিচে স্ক্রীণশট মেরে দিছি । এবার ফরম ফিলাপ করুন।

লগ ইন বাটনে মাউস দিয়ে আলতো করে গুতা দেন । যদি গুগল ক্রোম বলে এসএসএল ওয়ারনিং ডিজেবল করুন । তাহলে আপনি আবার স্টেপ ২ তে যান। ক্রোম রিস্টার্ট করুন আবার স্টেপ ১-২-৩ ফলো করুন। অবশ্যই নতুন শর্টকাটে ।

লগ ইন করুন। বাকি তথ্য দিন। সেভ সেটিংস এ ক্লিকান। ডান!!!!! আপনি এখন গুগল প্লে স্টোরের এপ আপনার কম্পুতে ডাউনলোড দিতে পারবেন ইজিলি। যে এপ ডাউনলোড করবেন সেখানে এন্ট্রি করুন।

ইউ আর এল যেখানে লেখা আছে সেখানে নতুন একটা সাইন পাবেন। এই রকমঃ অইখানে ক্লিকান। ডাউনলোড শুরু। তারপর একটা থ্যাঙ্কক্স এন্ড পেলাস আমারে। হ্যাপী এন্ডু ডাউনলোডিং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.