নিরব যোদ্ধা।
গতকাল দুপুরে আমার পিসিটা অন করতেই দুইবার স্পার্ক করে বন্ধ হয়ে যায়, আর সাথে আসে পোড়া গন্ধ। কেসিংটা খুলে খুজতে থাকি কোথায় পুড়ল, শেষে খুজে পেলাম পাওয়ার সাপ্লাইটা পুড়েছে। পাওয়ার সাপ্লাইটা খুললাম খুলে দেখি আই,সি ট্রান্সপরমার এর কোন লেখা পড়তে পারছিনা। পাওয়ার সাপ্লাইটকে প্রায় ৫ মিনিট ধরে পরিষ্কার করলাম। তার পর আবার স্কুরু গুলো লাগিয়ে রেখে দিলাম। পিসি না চালাতে পারার দুঃখে সময় কাটাণোর জন্য আবার পাওয়ার সাপ্লাইট কে খুললাম, হঠাৎ করেই ওটা হাত থেকে পড়ে গেল। পাওয়ার সাপ্লাইটা তুলতেই দেখি একটি টিকটিকি লাপ দিল, তার লেজটা পুড়ে গেছে, আর পিছনের দুটো পা হয়ে গেছে বিকলাঙ্গ। সকালে ঘুমথেকে উঠে দেখি টিকটিকি টাকে পিপড়ারা নিয়ে যাচ্ছে,আবার নতুন পাওয়ার সাপ্লাই এনে এখন পিসি চালাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।