আমাদের কথা খুঁজে নিন

   

সকালে উঠিয়া বিড়াল মনে মনে বলে,

সকালে উঠিয়া বিড়াল মনে মনে বলে, “সারাদিন রাখি খোজ শুটকির থলে। আদেশ করিবে যত মোর বাঘ মামা আমি যেন করি কাজ রাখি তার নামা। স্বদেশ বিদেশ যত শুটকির নাও সব যেন রাখি খোজ গোফে দিয়ে তাও, আমি আর মামা মিলে বহুত সুনাম দূজনেতে ভাগাভাগ করি সব আগাম। মূর পিছে বাঘ মামা, বড় তার খুটি দূজনেতে যাহা পাই তাহাই লুঠি। লাজ শরমের তাই ধার ধারি না বমাল ধরা খেয়েও মোরা হাল ছারিনা।” রাতেতে শুইয়া বিড়াল মনে মনে বলে আর কোথা পাব শুটকি কাল সকালে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।