১)
দোর খোলে ভোর গুলো চুরি করে নিয়ে যায় প্রীতম সকাল,
ভাঙ্গা-চুরি-রিণিঝিণি, রাতভর তারে চিনি-
তবু চোখের আলোয় হই বিষম নাকাল;
হায় হায় মরি মরি এ কোন আকাল ! মরি এ কোন আকাল !
২)
ভাঙ্গা আলোয় রাতের দহন, রাত শেষে আর কেউ দেখে না,
শুধু রাত জানে আর কেউ জানে না-
সব সকালে ভোর আসে না, ভোর আসে না,,,,,,,,,,,,,,,,,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।