আমাদের কথা খুঁজে নিন

   

বাইকের পিছনে বসে বৃষ্টিতে ভেজার আনন্দ

সুমনা আকতার লোপা গতকাল গাঁয়ে গিয়েছিলাম বাবার পিছনে মোটরসাইকেলে । জুডিসিয়ারীর ভাইভা দিবো নানী কে তো অবশ্যই সালাম করা উচিত কারন মুরুব্বীদের মধ্যে একমাত্র তিনিই বেঁচে আছেন । যাওয়ার সময় আকাশে মেঘ ছিলো কিন্তু বৃষ্টি ছিলোনা । আমাদের বাড়ি আর নানা বাড়ির মধ্যে শুধু একটা গ্রাম । ভালোই বেড়ালাম ।

যখন ফিরবো তখন তো বৃষ্টি . .ই !! বাবা দিলেন রেইন কোর্ট , পড়লাম । শুরু হলো চলা । ওমা ! কী সুন্দর ঠান্ডা বাতাস ! আর বৃষ্টির রিমঝিম শব্দ ত ! বৃষ্টার বড় বড় ফোটা আগুনের ছেকার মতো ছ্যান করে নরম গালের উপর পড়ছে । আর আঙ্গুল দিয়ে ব্যাথা কমানোর জন্য ঘষতে হচ্ছে । তার পরও এক অন্য রকম আনন্দ ।

চশমার গ্লাস বেয়ে গালে গড়িয়ে এসে বৃষ্টির পানি ভিজিয়ে দিলো মুখ । চোখ বুজে উপভোগ করলাম সমস্তটা পথ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।