আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে বাইকের মাইলেজ মাপবেন?

বোকা...পুরা বোকা হয়তো এই জিনিস গুলো অনেকেই জানেন, তবু আমার মতন নতুন বাইকারদের জন্য এই জিনিসটা প্রয়োজনীয় মনে হল। • বাইকের তেলের নবটি মেইনে রেখে বাইক চালানো শুরু করুন। • যখন আপনার বাইকটি তেল শেষ হয়ে বন্ধ হয়ে যাবে তখন ট্রিপ ওডোমিটারটি শুন্য করুন এবং বাইকের তেলের নবটি ‘রিজার্ভ’ এ আনুন। • নিকটস্থ গ্যাস স্টেশন থেকে তেল নিন। ধরুন ‘ক’ লিটার তেল নিলেন।

• এবার আবার তেলের নবটি মেইনে দিয়ে বাইক চালানো শুরু করুন। • আবার যখন বাইক তেলের অভাবে বন্ধ হয়ে যাবে তখন ট্রিপ ওডোমিটারের রিডিং টি দেখুন। ধরুন রিডিং এসেছে ‘খ’ কিমি। • এখন আপনার মাইলেজ হচ্ছে খ/ক কিমি প্রতি লিটার আরো অনেক পদ্ধতিতে মাইলেজ মাপা যায়, কিন্তু এটিই সনাতনী পদ্ধতি। একে 'রিজার্ভ টু রিজার্ভ' পদ্ধতি বলে।

আমার পোস্টটি আপনার কাজে লাগলে জানাবেন... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.